ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’একবার ত্রাণ নিয়ে সমস্যার সমাধান হয় না ॥ নূর

প্রকাশিত: ০৪:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

দু’একবার ত্রাণ নিয়ে সমস্যার সমাধান হয় না ॥ নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, এক-দুইবার ত্রাণ নিয়ে সমস্যার সমাধান হয় না। আসল সমস্যার সমাধান করতে নিজেদের আর্থিক উন্নতি ঘটাতে হবে, এজন্য সকলকে কাজের সঙ্গে যুক্ত হতে হবে। নুর বলেন, আমরা সেই জাতিতে পরিণত হতে চাই, কারো কাছ থেকে যেন ত্রাণ নিতে না হয়। নিজেদের পায়ে দাঁড়াতে চাই। কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা চালু করেছে। ওই কারিগরি প্রশিক্ষণ নিয়ে আমাদের ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। পাশাপাশি কর্মসংস্থানের জন্য মাছ চাষ, হাঁস-মুরগি পালন করা যেতে পারে। নূতন নূতন পদ্ধতির মাধ্যমে অব্যবহৃত জমি কৃষি উৎপাদনে ব্যবহার করতে হবে। নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে শনিবার দুপুরে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসের আয়োজনে গত বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এতে আরও বক্তৃতা দেন ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লিওরি কাটো, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বাংলাদেশে চায়না দূতাবাসের ইকোনমিক এ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লী গোয়াংজুন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ভুঁইয়া। পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকায় মাটি ধসে পাথর চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সোহেল আহমদ (২০)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ঐ কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিল শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান সোহেল।
×