ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশে মাতৃমৃত্যু হার এখনও বেশি

প্রকাশিত: ০৪:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশে মাতৃমৃত্যু হার এখনও বেশি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ফিস্টুলা বাংলাদেশে এখনও উল্লেখযোগ্য নারী স্বাস্থ্য সমস্যা বলে এর সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে কক্সবাজারে শুরু“ হয়েছে ফিস্টুলা বিষয়ক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রথম দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ সাইমুম সরওয়ার কমল। বক্তারা বলেন, গর্ভধারণ ও সন্তান জন্মদান একটি জটিল প্রক্রিয়া। একজন মা ঝুঁকিপূর্ণ এ জটিল প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতকের মুখ দেখে তৃপ্তির হাসি হাসেন। কিন্তু অনেক গর্ভধারণীরই মুখে এই হাসি ফুটে ওঠে না। এর অন্যতম কারণ ফিস্টুলাজনিত গর্ভকালীন সমস্যা। মহিলাদের ফিস্টুলা বাংলাদেশে এখন একটি উল্লেখযোগ্য নারীর স্বাস্থ্য সমস্যা। হোপ ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চিল্ড্রেন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী মাতৃস্বাস্থ্য ও ফিস্টুলা বিষয়ক ২য় আন্তর্জাতিক কনফারেন্স কক্সবাজারে হোটেল লং বীচ সম্মেলন কক্ষে শুরু হয়েছে। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিদেশী চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, ফিস্টুলা আক্রান্ত মহিলাদের প্রবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা বা উভয়ই ঝরতে থাকে। এতে করে তারা পরিবারে সমাজে হেয় পাত্র হয়ে যায়। সমস্যাগ্রস্ত নারীদের এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো দরকার। বাংলাদেশে মাতৃমৃত্যু হার এখনও পর্যন্ত অনেক বেশি। দেশে প্রতি লাখ জীবিত সন্তান জন্মদানে জীবন দিতে হয় ১৯৬ মাকে। এভাবে প্রতি বছর পাঁচ হাজারের বেশি মা মারা যায় দেশে। ইউএনএফপিএ ডাঃ সাথিয়ার ডোরাই স্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে ফিস্টুলা নিয়ে বিশেষ আলোচনা করেন এনজেন্ডারহেলথ বাংলাদেশ ও ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্প -এর দেশীয় প্রকল্প ব্যবস্থাপক ডাঃ শেখ নাজমুল হুদা। বক্তব্য রাখেন, বিখ্যাত ফিস্টুলা সার্জন ডাঃ স্টিভ এরোস্মিথ, অপারেশন ফিস্টুলার সেথ ককরেন।
×