ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ নিহত তিন

প্রকাশিত: ০৪:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় দুধ ব্যবসায়ী, দিনাজপুরে গরু ব্যবসায়ী ও ফটিকছড়িতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিত্য ঘোষ নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিত্য ঘোষ একই উপজেলার জগন্নাথপুর গ্রামের শিবনাথ ঘোষের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে দুধ নিয়ে দেবহাটায় যাওয়ার পথে পারুলিয়া গার্লস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিনাজপুর বিরল-কাহারোল সড়কে গরুবোঝাই ভটভটি উল্টে গিয়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় অপর দুই জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বিরল-কাহারোল সড়কে আজিমপুর ইউপির জামতলী নামক এলাকায় উপজেলার ধর্মপুর ইউপির কুকুড়িবন গ্রামের মৃত হাছান আলীর পুত্র গরু ব্যবসায়ী রফি উদ্দীন (৫৫) নিহত হন। জানা গেছে, শনিবার সকালে ধর্মপুর ইউপির গরু ব্যবসায়ীরা ভটভটিতে করে গরু নিয়ে কাহারোল হাটে যাওয়ার সময় জামতলী এলাকায় ভ্যানগাড়ি ওভারটেক করার সময় গরুবোঝাই ভটভটিটি রাস্তার পাশের ক্ষেতে উল্টে যায়। এতে গরু ব্যবসায়ী রফি উদ্দীন (৫৫) ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন গুরুতর আহত রফি উদ্দীনসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একই গ্রামের অপর গরু ব্যবসায়ী বাদশা (২৬) ও রমজান আলীর পুত্র রিয়াজুল ইসলামকে (৩২) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের বড়বিল এলাকায় শুক্রবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মালেক (২৯)। তিনি বাগানবাজার ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র।
×