ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী-চাঁপাই মহাসড়ক

সংস্কার কাজে গতি নেই ॥ কমছে না দুর্ভোগ

প্রকাশিত: ০৪:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সংস্কার কাজে গতি নেই ॥ কমছে না দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তিন বছরের বেশি সময় ধরে বেহাল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কটির সংস্কার শুরু হলেও কাজ চলছে কচ্ছপগতিতে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কটির রাজশাহী অংশের বেশিরভাগ এলাকা এখনও চলাচলের অনুপযোগী। তাও ঝুঁকি নিয়েই চলাচল করছে সব ধরনের যানবাহন। ফলে সড়ক দুর্ঘটনা এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ মহাসড়কে। বিশেষ করে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা মোড় থেকে পশ্চিমে গোদাগাড়ীর বিজয়নগর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত জানুয়ারিতে সংস্কার কাজ শুরু হলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, আপাতত সংস্কার হচ্ছে না কাশিয়াডাঙা থেকে হরিপুর পর্যন্ত চার কিলোমিটার সড়ক। জানা গেছে, গত ৬ মাসে এই চার কিলোমিটার সড়কে অন্তত প্রাণ গেছে ৮ জনের। ভেঙ্গে-চুরে একাকার হয়ে এই সড়কটি অপ্রশস্ত হয়ে ওঠায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপরেও আপাতত এই চার কিলোমিটার সড়ক সংস্কার হচ্ছে না। রাজশাহী সওজের উপসহকারী প্রকৌশলী ইউনুস আলী জানান, গত বছর চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে পূর্বে ২৩ কিলোমিটার সংস্কার করা হয়েছে। এই মুহূর্তে সংস্কারের বাইরে রয়েছে আরও ১৭ কিলোমিটার। এর মধ্যে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা থেকে পূর্বে পবা উপজেলার হরিপুর পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের সংস্কার শুরু হয়েছে। তবে হরিপুর থেকে পূর্বে রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙা পর্যন্ত আপাতত সংস্কার হবে না। সওজ সূত্র জানায়, আরেকটি প্রকল্পে কাশিয়াডাঙা থেকে পুঠিয়া উপজেলার বেলপুকুর পর্যন্ত বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু এই প্রকল্পেও কাশিয়াডাঙা থেকে হরিপুর পর্যন্ত সড়কটি পড়ছে না। তাই আলাদা আরেকটি প্রকল্প গ্রহণ করে এই চার কিলোমিটার সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ সেই প্রস্তাব পাস হবে তা বলা যাচ্ছে না। ফলে মানুষের দুর্ভোগ কবে শেষ হবে সেটাও অনিশ্চিত। সরেজমিনে দেখা গেছে, গত জানুয়ারি থেকে সড়কের ১৪ কিলোমিটার সংস্কারের কাজ শুরু হলেও এখন পর্যন্ত কোথাও নতুন করে কার্পেটিং করা হয়নি। এখন প্রায়ই দেখা যায় এ বড়ো-থেবড়ো পথ, পিচ-পাথরের কার্পেট উঠে যেন ধুলার কুয়াশা সরিয়ে বেরিয়ে আসছে গাড়ি। পথের মাঝে বড় বড় খানা-খন্দকে হেলে-দুলেই চলছে সোনামসজিদ স্থলবন্দরের মালবাহী যানবাহন। মহাসড়কের এমন বেহাল দশায় ভাঙছে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ, দুর্ঘটনা ঘটেছে, খাদে পড়ে থাকতে দেখা যাচ্ছে পণ্যবাহী ট্রাক।
×