ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন শ’ ৭৫ পরিবারে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৪:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮

তিন শ’ ৭৫ পরিবারে বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ১০ ফেব্রুয়ারি ॥ বিদ্যুতের আলোয়ে আলোকিত হলো কচুয়ার ৩শ’ ৭৫ পরিবার। শনিবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপ্রধানে উদ্বোধনোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, ডিজিএম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমুখ। ছেলের অপরাধে মাকে ধর্ষণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্ত্রীর সঙ্গে পরকীয়ার অপরাধে প্রেমিকের বৃদ্ধ মাকে উঠিয়ে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে অভয়নগরে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে অভয়নগরের নওয়াপাড়ার ড্রাইভারপাড়া এলাকায়। ডাক্তারী পরীক্ষার জন্য বৃদ্ধাকে শনিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে জাহিদ শেখ এবং সোহাগ নামে আরেক যুবক। পুলিশ জানান, বৃদ্ধার ছেলের সঙ্গে জাহিদ শেখের স্ত্রীর পরকীয়া ছিল। এর প্রতিশোধ হিসেবে জাহিদ লোকজন নিয়ে ওই বৃদ্ধাকে গভীর রাতে বাড়ি থেকে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে গণধর্ষণ করে। রাতে পরিবারের সদস্যরা ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে ওই গ্রামে অভিযান চালিয়ে জাহিদ শেখ ও সোহাগকে আটক করে পুলিশ।
×