ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাওড় বাঁধ নির্মাণে সমন্বয়ের অভাব রয়েছে ॥ পানি সম্পদমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

হাওড় বাঁধ নির্মাণে সমন্বয়ের অভাব রয়েছে ॥ পানি সম্পদমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১০ ফেব্রুয়ারি ॥ সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাঁধের কাজের ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে বলে মন্তব্য করে বলেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে প্রশাসনের সমন্বয় হয় না এটা দুঃখজনক। গত বছর পানিতে ফসল তলিয়ে গেছে এ বছর আর এমন হবে না বলে আশ্বাস দেন তিনি। মন্ত্রী গতকাল বেলা ৩টায় জামালগঞ্জ উপজেলার হাওড়ের বিভিন্ন বাঁধ পরিদর্শন করে জামালগঞ্জ উপজেলা মিলনায়তনে কৃষক, সুধীজন সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এসময় তিনি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি দেখার তাগিদ দেন। মতবিনিময় সভার আগে মন্ত্রী হেলিকপ্টার লো-ফ্লাই করে সুনামগঞ্জ জেলার হাওড় অঞ্চলের বেড়িবাঁধের চলমান কাজ পরিদর্শন করবেন। মন্ত্রী ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনা থাল হাওড়, ধনকুনিয়া, জয়ধুনা হাওড় এবং জামালগঞ্জ উপজেলার পাগনার হাওড়, হালির হাওড়, আপার বৌলাই নদী খননের চলমান কাজ পরিদর্শন করেন। মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্যগণ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব মো. ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তাবৃন্দ। চাঁপাইয়ে অস্ত্রসহ চোরাকারবারি আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের হুদমাপাড়া থেকে ৬টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ আনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৩টার তাকে আটক করা হয়। আটককৃত আনারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ রাশেদ আলী এক প্রেসব্রিফিংয়ে জানান, রাতে আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘর থেকে দুটি, তার নিজের ঘর থেকে দুটি এবং তার ছেলের ঘরের বিছানার নিচ থেকে আরও দুটি পিস্তলসহ ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন তিনি।
×