ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জে শোভাযাত্রার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জে শোভাযাত্রার প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ॥ দ্বিতীয়বারের মতো দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ আবদুল হামিদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ। ‘ভাটির শার্দুলখ্যাত’ কিশোরগঞ্জের এই কৃতী সন্তানকে আনুষ্ঠানিকভাবে সর্বদলীয় অভিনন্দন জানানোর জন্য শনিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমানের আহ্বানে স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে প্রস্তুতিমূলক এ সভায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সম্মিলিতভাবে একটি আনন্দ শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সর্বসম্মতক্রমে আগামী ১৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা বের করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজকোর্টের পিপি শাহ আজিজুল হকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান প্রমুখ। নদী রক্ষায় সব ব্যবস্থা নেয়া হয়েছে ॥ চীফ হুইপ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ ফেব্রুয়ারি ॥ পানির ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুইদিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে জাতীয় সংসদের চীপ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, কলাপাড়ায় প্রতিষ্ঠিত এশিয়ার প্রথম পানি জাদুঘরের জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে। বর্তমান সরকার দেশের সকল নদী রক্ষার উদ্যোগ নিয়েছে। পরিকল্পিতভাবে ড্রেজিং করে নদীর স্বাভাবিকতা বজায় রাখা হবে। তিনি কলাপাড়া আন্ধারমানিক নদীসহ অঞ্চলের সকল নদী রক্ষায় সচেষ্ট রয়েছেন উল্লেখ করে বলেন, নদীর সঙ্গে স্লুইস সংযুক্ত বেড়িবাঁধের অভ্যন্তরীণ সকল খালের পানি কৃষকের কাজে ব্যবহারের স্বার্থে যথাযথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ফের স্লুইস খালাশি নিয়োগ দেয়া হবে। শনিবার সকাল ১০টায় পাখিমারা পানি জাদুঘর পরিদর্শন শেষে প্রফুল্ল মনোভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি দুইদিনব্যাপী ‘পানি ও জন-উদ্ভাবন সম্মেলনের সমাপনী বক্তব্য দেন।
×