ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়ায় শ্রমিক নিয়োগের দাবি

প্রকাশিত: ০৪:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বড়পুকুরিয়ায় শ্রমিক নিয়োগের দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করে শ্রমিকেরা। শনিবার বেলা ১১টায় তাপ বিদ্যুত কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে¡ অস্থায়ী কার্যালয়ে প্রধান ফটকের সামনে নিয়োগের দাবিতে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়নকর্মী আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ। তাপ বিদ্যুত কেন্দ্রে আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, তাপ বিদ্যুত কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি মেনে না নিলে আন্দোলনে যেতে বাধ্য হব আমরা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সভাপতি এস এম নুরুজ্জামান বলেন, শ্রমিকদের এই দাবি আজকে নতুন নয় কাজ শেষ হওয়ার পর তারা মনে করেছিল তাদের দক্ষ শ্রমিককে ৩য় ইউনিটে নিয়োগ করা হবে। কিন্তু তারা যথাযতভাবে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে বিদ্যুত উৎপাদন কাজে নিয়োগ দিবেন আশ্বস্ত করেছিলেন। তাপ বিদ্যুত কর্তৃপক্ষ বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়নকর্মী আন্দোলন পরিচালনা কমিটির সঙ্গে বসতে রাজি না হওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হব আমরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, নুর আলম, মিজানুর রহমান প্রমুখ। ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণ ॥ কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ ফেব্রুয়ারি ॥ পরীক্ষাকালে ট্রলারের নতুন ইঞ্জিন বিস্ফোরিত হয়ে ফ্লাই হুইলের চাকা ছিটকে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা গেছে এক পথচারী আব্দুল হক হাওলাদার (৩৫)। লালুয়ার বানাতিবাজারে শনিবার বেলা দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, স্থানীয় জলিল মীরা ট্রলারের ইঞ্জিন কিনারে এনে পরীক্ষামূলক চালু দেয়। এক পর্যায়ে ইঞ্জিনটি বিস্ফোরিত হয়ে ফ্লাই হুইলের চাকা প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির হুইলে গুরুতর জখম হয় আব্দুল হক। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুরকোলে ঢলে পড়ে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একাধিক ব্যবসায়ী জানান, নদীতে বসে পরীক্ষা না করায় এমন গুরুতর দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক মনিগুইট্টা গ্রামের বাসিন্দা। তিনি একজন কৃষক।
×