ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে নলকূপে তিন দিন ধরে জ্বলছে আগুন

প্রকাশিত: ০৪:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

যশোরে নলকূপে তিন দিন ধরে জ্বলছে আগুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান মিলেছে। হঠাৎ করে আগুন জ্বলা দেখে সেখানে কাজ করা শ্রমিকরা চারপাশ কাদা দিয়ে বেষ্টনী তৈরি করে লোহার পাইপ বসিয়ে দেন। ৩ দিন ধরে সেখানে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করেছেন। আগুন দেখতে অসংখ্য মানুষ ভিড় করছেন। নলকূপের মালিক নলডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা জানান, বৃহস্পতিবার তার বাড়িতে নতুন একটি নলকূপ স্থাপন করা হচ্ছিল। দুপুরের পর এ কাজের শেষ পর্যায়ে এক শ্রমিক সিগারেট জ্বালিয়ে নলকূপের পাশে থাকা পানিতে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি ফেলে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। হঠাৎ করে আগুন জ্বলে ওঠার কারণে পরিবারের লোকজন ও শ্রমিকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। পরে নলকূপের পাশের ওই গর্তে কাদার বেষ্টনী দিয়ে লোহার পাইপ বসিয়ে দেয়া হয়েছে। ৩দিন ধরে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। নলকূপের ভেতর দিয়েও গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছে। মিস্ত্রি হাফিজুর রহমান জানান, নলকূপটি স্থাপনের জন্য ১শ’ ৭০ ফুট পাইপ পুঁতে নলকূপটি স্থাপনের কাজ করা হচ্ছিল। সোহেল রানার চাচা খাইরুল ইসলাম জানান, আগুন জ্বলার খবরটি মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এ দৃশ্য দেখার জন্য বৃহস্পতিবার থেকে শত শত মানুষ এখানে ছুটে আসছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোহেল রানার বাড়িতে নলকূপের পাশে বসিয়ে দেয়া পাইপের মুখে আগুন জ্বলছে। ওই আগুনে কয়েকজন রস জ্বালিয়ে গুড় তৈরি করেছে। আবার কেউ হাড়িতে পানি গরম করে নিচ্ছে। এ বিষয়ে চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, নলডাঙ্গা গ্রামে নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান মিলেছে বলে তিনি ইউপি সদস্য আনিসুর রহমানের মাধ্যমে শুনেছেন। আগুন জ্বলার দৃশ্য দেখতে ঘটনাস্থলে যান। সেখানে দেখেন অব্যাহতভাবে আগুন জ্বলছে। যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফউজ্জামান জানান, নলডাঙ্গায় গ্যাসের সন্ধান মিলেছে বলে তিনি জেনেছেন। তিনি খোঁজ নিচ্ছেন। নলডাঙ্গায় নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান মেলার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস যশোর কার্যালয়ের সহকারী পরিচালক পরিমল কু-ু জানান, আগুন জ্বলার খবর জানতে পেরে তার নেতৃত্বে তিন সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন এ স্থানের আশপাশের কোন এলাকায় গ্যাসের বড় ধরনের কূপ থাকতে পারে। এটি তারই লক্ষণ। ওই বাড়ির লোকজন ও গ্রামবাসীকে সতর্কতা নির্দেশনায় বলা হয়েছে কোন বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত নলকূপটি ওই অবস্থায় থাকবে। কেননা এখন নলকূপটি সরাতে গেলে অতিমাত্রায় আগুন জ্বলে সেটির বিস্ফোরণও হতে পারে। নলকূপটি ব্যবহার না করতেও বলা হয়েছে।
×