ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ৩৯২ কোটি টাকা মুনাফা

প্রকাশিত: ০৪:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ৩৯২ কোটি টাকা মুনাফা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দফতরের কনফারেন্স কক্ষে কোম্পানি বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান, পরিচালনা বোর্ডের সদস্য ইফতেখার আহম্মেদ, হাদিজা নাজনীন, তৌহিদ হাসনাত খানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। সভায় ২০১৬-২০১৭ অর্থবছরে কোম্পানি ৩৯২ কোটি ৭৮ লাখ টাকা করপূর্বক মুনাফা অর্জন করেছে বলে জানানো হয়েছে। এ ছাড়াও অর্থবছরে কোম্পানি কর্তৃক এডিবি, জিওবি ও জাইকার অর্থায়নে গৃহীত নতুন কূপ খনন, বিদ্যমান কূপ ওয়ার্কওভার এবং কম্প্রেসর স্থাপন বিষয়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিচালিত হয়।
×