ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরগন ডেনিমের পণ্য বিক্রি বেড়েছে ২৭ শতাংশ

প্রকাশিত: ০৪:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮

আরগন ডেনিমের পণ্য বিক্রি বেড়েছে ২৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আরগন ডেনিমের চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) পণ্য বিক্রয় বেড়েছে ২৭ শতাংশ। যার ওপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। কোম্পানির প্রথমার্ধের বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, চলতি বছরের ৬ মাসে কোম্পানিটির পণ্য বিক্রয় হয়েছে ১৯১ কোটি ৫৫ লাখ টাকার । যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ১৫০ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ৪০ কোটি ৭৯ লাখ টাকার বা ২৭ শতাংশ। আগের বছরে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ১১৬ কোটি ১৫ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৭৭ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ৩৪ কোটি ৬১ লাখ টাকা। আর এ বছরের প্রথম ৬ মাসে বিক্রয়ের বিপরীতে ৭৯ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ১৫১ কোটি ২৭ লাখ টাকা। যাতে মোট মুনাফা হয়েছে ৪০ কোটি ২৮ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা বেড়েছে ৫ কোটি ৬৭ লাখ টাকার বা ১৬ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয় বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়েছে। এছাড়া সুদজনিত ব্যয় বেড়েছে। কোম্পানিটির আগের বছরের ৭ কোটি ১২ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকা। আর ৫ কোটি ৩৫ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর বেড়ে হয়েছে ৬ কোটি ৫৮ লাখ টাকা। অপরদিকে আগের বছরের ১২ হাজার টাকার অপরিচালন মুনাফা এ বছরের ৬ মাসে বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার টাকা। কোম্পানিটির প্রথম ৬ মাসে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ ও অপরিচালন মুনাফা যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ২৩ কোটি ৪১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৯৫ টাকায়। যা আগের বছর হয়েছিল ১৯ কোটি ৬৪ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৬৪ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা বা ১৯ শতাংশ। ১১৯ কোটি ৯৮ টাকার পরিশোধিত মূলধনের আরগন ডেনিমে ৩০৪ কোটি ৮৯ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ২৫.৪১ টাকা। উল্লেখ্য, শনিবার কোম্পানিটির শেয়ার দর রয়েছে ২৯ টাকায়।
×