ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরীয় নেতাদের এড়ালেন মাইক পেন্স

প্রকাশিত: ০৪:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

উত্তর কোরীয় নেতাদের এড়ালেন মাইক পেন্স

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে উত্তর কোরিয়ার নেতাদের খুব সন্তর্পণেই এড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবার অনুষ্ঠানের শুরুতে অভ্যাগত অতিথিদের স্বাগতমপর্বে খুবই কম সময়ের জন্য উপস্থিত ছিলেন পেন্স। ইয়াহু নিউজ উত্তর কোরিয়ার অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যামের সঙ্গে ভোজে সামিল হননি তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের সঙ্গে একবার পেন্সের ক্ষণিকের জন্য দেখা হলেও তারা সরাসরি সাক্ষাত করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ। পিয়ংচ্যাংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং উত্তর কোরিয়ার অলঙ্কারিক প্রেসিডেন্ট কিম ইয়ং ন্যামকে স্বাগত জানান। কিন্তু পেন্স ৫ মিনিট পরই অভ্যর্থনাস্থল থেকে চলে যান। প্রেসিডেন্ট মুন জায়ে ইন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে করমর্দন করেন। কিন্তু পেন্স জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলালেও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তা করেননি বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে তারা একে অপরের কাছাকাছি আসনেই বসে ছিলেন।
×