ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা সম্ভব নয় ॥ রাশিয়া

প্রকাশিত: ০৪:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা সম্ভব নয় ॥ রাশিয়া

রাশিয়া বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা বা এটি পর্যালোচনা করা সম্ভব নয়। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া শুক্রবার রুশ নিউজ চ্যানেল ‘রুসিয়া-২৪’কে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতার ক্ষতি হলে তা গোটা বিশ্বের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে। এর আগে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষিরত পরমাণু সমঝোতা বানচাল করার প্রচেষ্টা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। সের্গেই ল্যাভরভ এই সমঝোতা মেনে চলতে সব পক্ষের প্রতি আহ্বান জানান। ২০১৫ সালের জুলাই মাসে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ওই সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও এতে স্বাক্ষরকারী দেশ আমেরিকা এখনও এটি বাস্তবায়নে গড়িমসি করে যাচ্ছে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশের বিপরীতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘জঘন্য চুক্তি’ হিসেবে অভিহিত করে এটি বাতিল করার চেষ্টা করছেন। কিন্তু গোটা বিশ্ব ট্রাম্পের এ প্রচেষ্টার বিরোধিতা করছে। -ওয়েবসাইট বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি মাহাথির মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বুকে সংক্রমণ সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, ৯২ বছর বয়স্ক মাহাথির কাশি থেকে বুকে সংক্রমণে ভুগছেন। তাকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার দিনের শেষে তাকে ভর্তি করা হয় এবং চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য কয়েকদিন হাসপাতালে রাখা হবে। ১৯৮৯ ও ২০০৭ সালে হৃদরোগের জন্য তার দুবার বাইপাস অস্ত্রোপচার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দেশের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ, নাজিবকে অবশ্য আগস্টের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু তার বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিরোধী দল থেকে নির্বাচনে মাহাথিরকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত রয়েছে। তিনি দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×