ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার হাজার হাজার নাগরিক কলম্বিয়া সীমান্তে জড়ো

প্রকাশিত: ০৪:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

ভেনিজুয়েলার হাজার হাজার নাগরিক কলম্বিয়া সীমান্তে জড়ো

কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস সীমান্ত নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয়ার পর হাজার হাজার ভেনিজুয়েলীয় কলম্বিয়া সংলগ্ন সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে। খবর বিবিসি অনলাইনের। যারা বিশেষ সীমান্ত কার্ড পাওয়ার জন্য নিবন্ধিত হয়েছে বা পাসপোর্ট দেখাতে পারবে তারা সীমান্ত অতিক্রম করতে পারবে। তাদের মধ্যে আশঙ্কা রয়েছে, কলম্বিয়া সরকারের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে তাদের জন্য দেশটিতে প্রবেশ আরও কঠিন হয়ে ওঠবে। হাজার হাজার ভেনিজুয়েলীয় নাগরিক অস্থায়ী কাজ বা নিত্যপণ্য কেনার জন্য প্রতিদিন সীমান্ত অতিক্রম করে কলম্বিয়ায় যায়। এদের বেশিরভাগই নিজ দেশে ফিরে আসে। কিন্তু কলম্বীয় সরকার মনে করে, ভেনিজুয়েলার অর্থনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হওয়ার কারণে আরও অনেকে স্থায়ীভাবে দেশটিতে অবস্থান করবে। ভেনিজুয়েলায় উচ্চ মুদ্রাস্ফীতি খাদ্য ও ওষুধের অভাব চলছে বেশ কয়েক বছর যাবত। ব্রাজিলও উদ্বেগ প্রকাশ করেছে যে, হাজার হাজার ভেনিজুয়েলীয় সীমান্তবর্তী রাজ্য রোরাইমায় অনিশ্চিত অবস্থায় অবস্থান করছে। জম্মুতে পুলিশ কর্মকর্তা গ্রেফতার শিশু ধর্ষণ ও হত্যা ভারতের জম্মুতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) দীপক খুজারিয়া হীরা নগর থানায় দায়িত্বরত ছিলেন। এনডিটিভি গত ১০ জানুয়ারি জাম্মুর কাঠুয়া জেলার একটি যাযাবর পরিবার তাদের আট বছরের মেয়েকে খুঁজে না পেয়ে হীরানগর থানায় নিখোঁজ ডাইরি করে। সাতদিন পর পুলিশ তার মৃতদেহ খুঁজে পায়। পুলিশের যে দলটি শিশুটির খোঁজে অভিযান চালিয়েছে দীপক সেই দলে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে একাধিকবার ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ খবর জানার পর দোষীদের গ্রেফতারের দাবিতে ২১ জানুয়ারি যাযাবর সম্প্রদায়ের লোকজন থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। দীপকই প্রথম তাদের লাঠিপেটা শুরু করেছিল বলে প্রতিবেদনে বলা হয়। পরে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ একটি দল মামলার তদন্ত করে দীপক এবং আরও এক কিশোরকে গ্রেফতার করে। ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা অলোক পুরি বলেন, ‘আমরা এ ঘটনায় দীপকের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। এই ধর্ষণ ও হত্যাকা- পূর্বপরিকল্পিত ছিল, যার প্রমাণও আমাদের হাতে আছে।’
×