ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জম্মুতে ক্যাম্পে জঙ্গী হামলায় দুই সেনা কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৪:১৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

জম্মুতে ক্যাম্পে জঙ্গী হামলায় দুই সেনা কর্মকর্তা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সাঞ্জাওয়ান সেনা ক্যাম্পে শনিবার ভোরে বড় ধরনের হামলা চালিয়েছে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী। এই হামলায় নিহত হয়েছেন দুই সেনা কর্মকর্তা। এক সেনা কর্মকর্তা ও তার মেয়েসহ আহত হয়েছেন ছয়জন। খবর টাইমস অব ইন্ডিয়ার। সেনাবাহিনী জানিয়েছে, জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এম আশরাফ মীর ও মদন লাল সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হামলাকারীরা সংখ্যায় চার-পাঁচজন ছিল। তারা জইশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর সদস্য। সেনা সূত্র জানায়, সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে সেনা ক্যাম্পে ঢুকে পড়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের লক্ষ্য করে তারা গুলি করতে থাকে এবং গ্রেনেড ছোড়ে। সেনা জওয়ানরা পাল্টা জবাব দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়। ব্যাপক গোলাগুলির মধ্যে জম্মুর প্রাণকেন্দ্রে কয়েক একরজুড়ে গড়ে ওঠা ওই ক্যাম্পের ভেতরে থাকা আবাসন, স্কুল, আশপাশের জনবসতি ও জম্মু-পাঠানকোট মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জম্মু পুলিশের ডিজি এস ডি সিং জামওয়াল জানান, বন্দুকযুদ্ধ চলাকালীন সময়ে সন্ত্রাসীরা সেনা আবাসনের একটিতে ঢুকে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনীর বিশেষ দল ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। পুরো এলাকা ঘিরে ফেলে সেখানে এখন তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। সাঞ্জাওয়ান সেনা ক্যাম্পের পাঁচ শ’ মিটারের মধ্যেই রয়েছে কয়েকটি স্কুল। জেলা প্রশাসন সেগুলোকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পের আশপাশে জনবসতি থাকায় খুবই সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। নজরে রাখা হয়েছে ক্যাম্পের আশপাশের সব গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলি। হেলিকপ্টারেও নজরদারি চালানো হচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে সন্ত্রাসীরা সেনাক্যাম্পে ঢুকে পড়ে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের দ্রুত ধরাই এখন প্রধান কাজ। জম্মুতে হামলা হতে পারে এমন সতর্কতা অবশ্য আগেই দিয়েছিল গোয়েন্দারা। সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীকে। হামলার পর নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
×