ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় হামলার সময় ইসরাইলী বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ০৪:১২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় হামলার সময় ইসরাইলী বিমান বিধ্বস্ত

সিরিয়ায় অবস্থিত ইরানী স্থাপনা লক্ষ্য করে হামলা পরিচালনা করার সময় শনিবার সে দেশের বিমানবিধ্বংসী গোলার আঘাতে একটি ইসরাইলী এফ-১৬ জঙ্গী বিমান বিধ্বস্ত হয়েছে। খবর- এএফপি। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর এটিই হচ্ছে ইরান ও ইসরাইলীদের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ। এই প্রথম ইসরাইলের পক্ষ থেকে প্রকাশ্যে স্বীকার করা হলো যে, তারা সিরিয়ায় ইরানী অবস্থানে হামলা পরিচালনা করেছে। গৃহযুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ার মাটিতে ইরানীরা ঘাঁটি গেড়ে বসেছে বলে ইসরাইল বার বার অভিযোগ করে আসছিল। এ ছাড়া ইরানী বাহিনী সিরিয়ায় বিচরণ করছে এবং তাদের ড্রোন ইসরাইলের আকাশসীমা লঙ্ঘন করছে বলেও ইসরাইল ইরানকে সতর্ক করে দেয়। এদিকে যুক্তরাষ্ট্রে নির্মিত ইসরাইলী এফ-১৬ বিমান বিধ্বস্ত করার ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অত্যাধুনিক এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা স্বীকার করে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে যে, এর পাইলটগণ জীবিত আছেন। সিরিয়ার মাটিতে এফ-১৬ পাঠানোর যৌক্তিকতা ব্যাখ্যা করে বলা হয় যে, সিরিয়ার ঘাঁটি থেকে ইরানী চালকবিহীন বিমান (ড্রোন) ইসরাইলের আকাশ সীমা লঙ্ঘন করায় তারা এই হামলা চালায়। ইসরাইলী পুলিশ সূত্রে বলা হয়েছে যে, সিরিয়ার বিমানবিধ্বংসী গোলার আঘাতে এফ-১৬ বিমানটি ইসরাইলের উত্তরাঞ্চলে জেজরিল উপত্যকায় বিধ্বস্ত হয়। ইসরাইলের অপর এক সূত্র দাবি করেছে যে, তাদের এক কমব্যাট হেলিকপ্টার সিরিয়া থেকে উড়ে আসা একটি ইরানী ড্রোনকে ভূপাতিত করেছে। ইসরাইলী সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, বিধ্বস্ত হওয়ার আগে এফ-১৬ বিমান বহর ইরানী স্থাপনায় নির্ভুলভাবে আঘাত হানে। তবে ব্যাপক গোলাবর্ষণের ফলে একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানের পাইলটদের আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। কনরিকাস তার টুইটারে বলেন, ইরান ইসরাইলের সার্বভৌমত্ব লঙ্ঘনে জন্য দায়ী। অপরদিকে সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে, সে দেশের কেন্দ্রস্থলে এসে ইসরাইলী বিমানগুলো হামলা পরিচালনাকালে একাধিক ইসরাইলী জঙ্গী বিমানের উপর আঘাত হানা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা থেকে বলা হয় যে, শনিবার ভোরে সিরীয় সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরী ভিত্তিতে ত্রাণ সরবরাহের সুযোগ দিতে সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির জন্য একটি খসড়া প্রস্তাবের কথা বিবেচনা করছে। সুইডেন ও কুয়েতের উপস্থাপন করা এ প্রস্তাবে ইস্টার্ন গৌতাসহ বিভিন্ন এলাকার অবরুদ্ধ অবস্থার দ্রুত অবসানের দাবি জানানো হবে। বিগত পাঁচ দিনে ইস্টার্ন গৌতায় সরকারী বাহিনীর বিমান হামলায় ২৪০ এর বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
×