ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোয়াল ঘরে আগুন মধুখালীতে মাইনরিটি ওয়াচ সভাপতির পরিদর্শন

প্রকাশিত: ০৮:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮

গোয়াল ঘরে আগুন মধুখালীতে মাইনরিটি ওয়াচ সভাপতির  পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ ফেব্রুয়ারি ॥ মধুখালীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ গোয়াল ঘরে আগুন দিলে পুড়ে মারা যায় তিন গরু ও পাঁচ ছাগল। গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের বাঁশপুর গ্রামের সুনীল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ বৃহস্পতি ও শুক্রবার ফরিদপুরের মধুখালীতে অবস্থান করে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি উপজেলার কোড়কদি ইউনিয়নের বাঁশপুর গ্রামের ওই সংখ্যালঘু পরিবারের বাড়ি পরিদর্শন করেন। তিনি সুনীল বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সুনীল বিশ্বাসের পরিবারের সদস্যরা জানায় তাদের দুই একর ৬০ শতাংশ জমি জাল দলিল করে হাতিয়ে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষ মৃত দলিলউদ্দিনের পরিবারের সদস্যরা এ গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদি পশুগুলোকে হত্যা করে। তারা জানায় প্রতিপক্ষের উদ্দেশ্য হলো অন্যায় অত্যাচার করে তাদের জায়গা দখল করা। রবীন্দ্র ঘোষ পরে সুনীল বিশ্বাসের প্রতিপক্ষ মৃত দলিলউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। দলিলউদ্দিনের নাতি সাইদুল জানান, তারা গোয়াল ঘরে আগুন দেয়নি। তাদের হয়রানি করার জন্য এ মামলা। রবীন্দ্র ঘোষ বলেন, পরিদর্শনকালে আমার যে উপলব্ধি হয়েছে গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদিপশু মেরে ফেলার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
×