ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গম চাষে উদ্বুদ্ধ চাষী

প্রকাশিত: ০৮:৪২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

গম চাষে উদ্বুদ্ধ চাষী

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৯ ফেব্রুয়ারি ॥ ভালুকায় গমের আবাদ কৃষিতে নতুন মাত্রা এনে দিয়েছে। বিভিন্ন ফসলের পাশাপাশি গম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন চাষীরা। বিশেষ করে এক সময় পতিত ফেলে রাখা উঁচু চালা জমিতে কৃষি বিভাগের তৎপরতায় সহায়ক ফসলের সঙ্গে গমের আবাদ চাষীদের মাঝে নতুন মাত্রা এনে দিয়েছে। উপজেলার আঙ্গারগাড়া ব্লকের ইন্তারঘাট গ্রামের চাষী খোরশেদ আলম এ বছর এক একর জমিতে গমের আবাদ করেছেন। তিনি ওই জমি এক বছরের জন্য ৩০ হাজার টাকায় ভাড়া নিয়ে তাতে গমের আবাদ করেন । গম চাষের সঙ্গে ওই জমিতে শশা ও টমেটোর আবাদও করেছেন। ওই ব্লকে ৪জন কৃষকের ৪টি বারি ২৮ গম প্রদর্শনী প্লট রয়েছে। এসব কৃষকরা হলেন খোরশেদ আলম, হাসমত আলী, শহীদুল্লাহ ও আবুল কাসেম।
×