ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৪২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

পঞ্চগড়ে আদিবাসী  গৃহবধূর  লাশ  উদ্ধার

স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পুতুল হাজদা (৩২) নামের এক আদিবাসী (সাঁওতাল) গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়ার একটি গম ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ ওই এলাকার রমেশ মুরমুর স্ত্রী। জয় নামে তাদের দুই বছর বয়সের একটি ছেলে রয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রমেশ মুরমু’র স্ত্রী নিহত পুতুল হাজদা নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে বাড়ির পাশের গম ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। . মুন্সীগঞ্জে তরুণী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, টঙ্গীবাড়ি উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।জানা গেছে, সকালে পুরাপাড়া গ্রামে একটি গাছের সঙ্গে পরিহিত চাদর দিয়ে গলায় ফাঁস দেয়া এবং পায়জামা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। . কালিয়াকৈরে রন্ধন কর্মী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে শুক্রবার রন্ধন কর্মী এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হেলেনা বেগম (৪৫)। সে জয়পুরহাটের কালাই উপজেলার ঘাটুরিয়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। জানা গেছে, কালিয়াকৈরের পুর্বচান্দরা এলাকায় শুকুর আলীর বাড়ীতে স্ত্রী হেলেনাকে নিয়ে ভাড়া থাকে রফিকুল। . ট্রলির চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ ফেব্রুয়ারি ॥ বালু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবদুল মোতালেব মৃধা (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় নওমালা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রতক্ষদর্শীরা জানায়, ঠাকুরহাট থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রলি নওমালা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা অতিক্রমকালে পথচারী মোতালেব মৃধাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরের হাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত মোতালেবের বাড়ি পশ্চিম নওমালা গ্রামে। . সীতাকুন্ড নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- অংশে লরির ধাক্কায় আনিস (৪৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি পাক্কা মসজিদ কেডিএস লজিস্টিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সোনাইছড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে বাড়ির উদ্দেশে পার হচ্ছিল আনিস। এ সময় কেডিএস লজিস্টিকের একটি লরি গাড়ি উল্টো পথে আসার সময় আনিসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আনিসের মৃত্যু হয়।
×