ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ধর্ষকের বিচার দাবি

প্রকাশিত: ০৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮

রাঙ্গামাটিতে ধর্ষকের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৯ ফেব্রুয়ারি ॥ জেলার বিলাইছড়ি উপজেলায় দুই বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন শনিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। ধর্ষিতাদের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট প্রকাশ ও ধর্ষক শাস্তিসহ ৬ দফা দাবি পূরণের জন্য এই অবরোধের ডাক দেয়। সংগঠনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় হিল উইমেন্স ফেডারেশন, সিপিবি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের যৌথ সংবাদ সম্মেলন থেকে হিল উইমেন্স এই অবরোধ এ কর্মসূচীর ঘোষণা দেয় বলে জানান। দাবিগুলো হচ্ছে, ধর্ষিত কিশোরী দুই বোনকে সামাজিকভাবে পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা নেয়া, ধর্ষিত কিশোরীর অভিভাবকদের ওপর থেকে নজরদারি ও চলাফেরার নিষেধাজ্ঞা উঠিয়ে তাদের বন্দীদশা থেকে মুক্ত করে স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়া, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন রাঙ্গামাটির বর্তমান জেলা প্রশাসককে প্রত্যাহার করে একজন যোগ্য প্রশাসক সেখানে নিয়োগ, সামরিক-বেসামরিক প্রশাসন ও পুলিশ সংস্থায় সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কর্মকর্তা-কর্মচারীদের পার্বত্য চট্টগ্রামে নিয়োগের ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করা এবং ফারুয়া সেনা ক্যাম্প-এ দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ২১ জানুয়ারি অরাছড়ি পাড়ায় অভিযান চালানো সেনা জওয়ানদের প্রত্যাহার করা প্রভৃতি।
×