ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জে হস্তশিল্প কারিগরদের মানবেতর জীবন

প্রকাশিত: ০৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮

 বদরগঞ্জে হস্তশিল্প  কারিগরদের মানবেতর  জীবন

সংবাদদাতা,বদরগঞ্জ,রংপুর, ৯ ফেব্রুয়ারি ॥ বদরগঞ্জে হস্তশিল্পের কারিগরদের মানবেতর জীবন যাপন। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে বাঁশের পণ্য তৈরি করে চলছে তাদের জীবন-জীবিকা। ওই বাঁশের তৈরি পণ্য লাভজনক হলেও চাহিদা কমে যাওয়ার ফলে, শিল্পটি প্রায় বিলুপ্তির পথে। কোন এক সময়ে গ্রামবাংলার কৃষক,কৃষাণ,দিনমজুর, শ্রমিক ও বাড়ি-ঘরের কাজে বাঁশের তৈরির পণ্য ছিল প্রধান উপকরণ। উপজেলার পৌরশহরের সাহাপুর মহল্লায় গিয়ে দেখা যায়, সেখানে হস্তশিল্প সম্প্রদায়ের ১৮টি পরিবারের বসবাস। প্রতিটি পরিবারের সদস্যরা বাড়িঘরের কাজের পাশাপাশি জীবন জীবিকার তাগিদে, শিক্ষার্থীসহ গৃহবধূ ও বয়জ্যেষ্ঠরা নিজ বাড়িতে বসে মুরগির খাঁচা, কাবু (কবুতরের খাঁচা), কুলা (ধান ঝাড়ানো), চালনি, চাঁটাই(ধাড়া) ও ডালাসহ অনেক বাঁশের পণ্য তৈরি করছেন তারা। হস্তকারিগর সুনিল চন্দ্র রায়ের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পূর্বপুরুষের এ শিল্পটি আমরা কোন রকমে ধরে রেখেছি। এ পেশার কাজ করতে গিয়ে অন্য কোন কাজ করার সুযোগ পায়নি আমরা। তাই আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি হস্তশিল্পের কাজটিও শেখাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে বলেন, যুগের বিবর্তনের ফলে আমাদের এ শিল্পটি হারিয়ে যেতে বসেছে। প্লাস্টিকসহ বিভিন্ন কোম্পানির মালামাল বাজারে ছয়লাব হওয়ায়, এ পণ্যের চাহিদা একেবারে কমে গেছে।
×