ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবাধে বালু উত্তোলন ॥ ড্রেজারের শব্দে অতিষ্ঠ বাউফল পৌরবাসী

প্রকাশিত: ০৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮

অবাধে বালু উত্তোলন ॥ ড্রেজারের শব্দে অতিষ্ঠ বাউফল পৌরবাসী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ ফেব্রুয়ারি ॥ পৌর শহরের আবাসিক এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে রমরমা বালু ব্যবসা করা হচ্ছে। এক শ্রেণীর ব্যবসায়ীরা মাসের পর মাস ডিসি সড়কসহ আভ্যন্তরীণ সড়কের উপর দিয়ে পাইপ টেনে বালুর ব্যবসা করায় এলাকার লোকজনের স্বাভাবিক জীবনযাপন বিঘিœত হচ্ছে। শহরের গুলশানপাড়া খাল পাড় থেকে গোরস্তান রোড এবং টিএ্যান্টটি রোড এলাকায় ডিসি সড়কের উপর দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। প্রায় ৫-৬ মাস ধরে সড়কের উপর দিয়ে পাইপ স্থাপন করে বালু ব্যবসা করায় ঘটছে নানা দুর্ঘটনা। শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, চিহ্নিত কয়েক ব্যবসায়ী উপজেলা পরিষদের পেছনে খালে বালু ভড়াটের কয়েকটি ড্রেজার মেশিন বসিয়েছেন। সেখান থেকে পাইপের মাধ্যমে বালু নেয়া হচ্ছে পৌর শহরের বিভিন্ন এলাকায়। ভড়াট করা হচ্ছে ডোবা ও পুকুর । দীর্ঘদিন ধরে পৌর শহরের প্রধান সড়ক ও কয়েকটি আভ্যন্তরীণ সড়কের উপর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ স্থাপন করায় যাতায়ত ও যানচলাচল বিঘিœত হচ্ছে। তা ছাড়া ড্রেজার মেশিন সংলগ্ন এলাকার লোকজন প্রকট শুদ্ধ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
×