ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানিকদীতে ছুরিকাঘাতে নারী খুন

প্রকাশিত: ০৮:২৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মানিকদীতে ছুরিকাঘাতে নারী খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে সায়েদাবাদ এলাকায় জীপের ধাক্কায় স্কুল পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মানিকদীতে ছুরিকাঘাতে রাশিদা বেগম (২৮) নামে এক নারীকে খুন করা হয়েছে। নিহতের স্বামীর নাম হোসেন আলী। তিনি পশ্চিম মানিকদী নামাপাড়া ২৯২ নম্বর বাসায় সপরিবারে থাকতেন। এদিকে শুক্রবার বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। নিহতের স্বামী হোসেন আলী জানান, শুক্রবার সকালে রাশিদার এক আত্মীয় শিবলু মানিকদী নামাপাড়া বাসায় প্রবেশ করে। বাগ্বিত-ার এক পর্যায়ে শিবলু রাশিদার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রাশিদার স্বামী হোসেন আলী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাশিদার মৃত্যু হয়। জীপের ধাক্কায় শিশুর মৃত্যু ॥ শুক্রবার বিকেলে রাজধানীর দক্ষিণ সায়েদাবাদ এলাকায় একটি জীপের ধাক্কায় মোঃ রাজ (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত রাজ সিএমএইচ মেমোরিয়াল প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। নিহতের চাচা মোঃ সালাম জানান, রাজের বাবা মোঃ হানিফ একজন এনজিও কর্মী। তারা দক্ষিণ যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার ৫৫/২/এ নম্বর বাড়িতে সপরিবারে থাকে। তিনি জানান, বিকেলে রাজ বাসার সামনে খেলাধুলার জন্য বের হয়। এ সময় একটি সাদা রংয়ের পাজেরো জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-০৩৫৮) তাকে ধাক্কা দেয়। এতে রাজ গুরুতর আহত হয়। পরে রাজকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোঃ সালাম অভিযোগ করেন, স্থানীয়রা ওই জীপটি আটক করলেও এক পোশাকধারী পুলিশ গাড়িটিকে ছেড়ে দেয়।
×