ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমি দখল করে ঢাকার পাশে আবাসন ব্যবসা

প্রকাশিত: ০৮:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

জমি দখল করে ঢাকার পাশে আবাসন ব্যবসা

রাজউক ও স্থানীয় প্রশাসনের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কোন কিছুরই তোয়াক্কা না করে জমি দখল করে নামে বেনামে ঢাকার আশপাশে গড়ে উঠছে অসংখ্য আবাসন কোম্পানি। যারা এসব জমি আবার ক্রেতাদের কাছে বিক্রি করছে প্লট আকারে। ক্রেতাদের দাবি, বছরের পর বছর কিস্তি দেয়ার পরও সময় মতো কোনো কোম্পানিই প্লট বুঝিয়ে দিচ্ছেন না তাদের। রিহ্যাব ও রাজউক বলছে, যাচাই বাছাই না করে জমি কেনার কারণেই প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। কেরানীগঞ্জ এলাকায় চলছে ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনে উন্নীত করার কর্মযজ্ঞ। আর তার সাথে পাল্লা দিয়ে চলছে এ এলাকার খাল, বিল ও কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ড সর্বস্ব দখল করে এসব জমি, প্লট আকারে দেদারসে বিক্রি করছে আবাসন কোম্পানিগুলো। কেরানীগঞ্জ ও রুপগঞ্জবাসীর দাবি, প্রায়ই তাদের জমি বিক্রির জন্য শহর থেকে ক্রেতা নিয়ে আসেন কোম্পানির কর্মকর্তারা। ক্রেতারাও কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই এসব প্লট কিনে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, কোনো আবাসন কোম্পানিই সময়মতো জমি হস্তান্তর করছে না। পরে টাকা ফেরত চাইলেও তা দিচ্ছে না আবাসন কোম্পানিগুলো। রাজউক বলছে, প্লট কেনার আগে যাচাই করছে না বলেই অসাধু আবাসন ব্যবসায়ীরা প্রতারণা করছে।
×