ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনস্ট্রিট পার্কিং থেকে বাড়তি চার্জ আদায় করা হচ্ছে

প্রকাশিত: ০৮:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

অনস্ট্রিট পার্কিং থেকে বাড়তি চার্জ আদায় করা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ যানজট কমানোর লক্ষে রাজধানীতে চালু হওয়া অনস্ট্রিট পার্কিং থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত চার্জের বাড়তি টাকা। এই অনিয়মের সঙ্গে জড়িত আছে সিটি কর্পোরেশনের কর্মী ছাড়াও এই পরিচয়ে আরও অনেকে। দ্রুত অনস্ট্রিট পার্কিংয়ের নীতিমালা তৈরি করে এসব অনিয়ম দূর করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে কয়েকটি রাস্তা ছাড়া ঢাকার রাস্তাগুলো অনস্ট্রিট পার্কিংয়ের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। ব্যস্ত নগরী ঢাকার যানজট নিরসনে বিভিন্ন রাস্তার ৫৩টি স্থানকে গাড়ি পার্কিংয়ের জন্য উপযুক্ত বলে সনাক্ত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাস্তায় গাড়ি পার্কিংয়ের এসব স্থান বা অনস্ট্রিট পার্কিং-এর ৭টি গত ২০ ডিসেম্বর থেকে পরিচালনা শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটি গাড়ি পার্কিংয়ের জন্য প্রতি ঘণ্টা ১৫ টাকা ধার্য করা হয়েছে বলে দাবি করেও আদায় করা হচ্ছে বাড়তি টাকা। পরিচয়পত্র ও পোশাক নেই তবে নিজেকে সিটি কর্পোরেশনের কর্মী পরিচয় দিয়ে কেউ কেউ যুক্ত রয়েছে অনস্ট্রিট পার্কিংয়ের চার্জ আদায়ের কাজে। দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও খান মোহাম্মদ বেলাল জানান, কোন চার্জ নির্ধারণ শুরু হয়নি, কোন ধরনের নীতিমালা তৈরি হয়নি। তার আগেই অনস্ট্রিট পার্কিং শুরু হওয়ায় অনিয়ম ও দুর্নীতির সুযোগ নিচ্ছে মাঠ কর্মীরা। পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেন, ‘ঢাকা সিটির রাস্তার এখন যে অবস্থা তা কোনভাবেই অনস্কিন পার্কিংয়ের উপযোগী না।
×