ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০তম শিরোপার হাতছানি বার্সিলোনার

প্রকাশিত: ০৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮

৩০তম শিরোপার হাতছানি বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ টানা পঞ্চমবার স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের ফাইনালে উঠেছে বার্সিলোনা। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে কাতালানরা। এর আগে টুর্নামেন্টে ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। এবার ফাইনালে সেভিয়াকে হারাতে পারলে ৩০তম বার শিরোপা শোকেসে তুলবে দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আগামী ২১ এপ্রিল। এর আগে ২০১৬ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দু’টি। সেমির প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বার্সা। পরশু রাতে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে আর্নেস্টো ভালভার্ডের দল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতেছে কাতালানরা। বার্সিলোনার ক্লাব ইতিহাসে ট্রান্সফারের রেকর্ড গড়ে যোগ দিয়ে চারটি ম্যাচ খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না লিভারপুলের হয়ে উড়তে থাকা ফিলিপ কুটিনহো। অবশেষে পঞ্চম ম্যাচে এসে সেই খরা কাটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। গুরুত্বপূর্ণ সময়ে বার্সার জার্সিতে অভিষিক্ত গোল করেছেন তিনি। ভ্যালেন্সিয়ার মাঠ স্টাডিও ডি মেস্টালায় আতিথেয়তা নিতে যায় বার্সা। খেলার প্রথমার্ধে স্বাগতকি ভ্যালেন্সিয়ার আক্রমণে বেশ চাপেই ছিল সফরকারী বার্সা। তবে গোলের দেখা পায়নি কোন দলই। পুরো ম্যাচজুড়েই দেখা মিলে আক্রমণ পাল্টা আক্রমণের দৃশ্য। দুদলের দর্শকরাই খেলা উপভোগ করেন। প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই গোলের সুযোগ পায় মেসি। ডি বক্সের বাইরে থেকে তার নেয়া ফ্রিকিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন স্বাগতিক দলের গোলরক্ষক। পাল্টা এক আক্রমণে ম্যাচের ১৪ মিনিটে নিজেদের মাঠে প্রথম গোলের সুযোগ পায় ভ্যালেন্সিয়া। কিন্তু রড্রিগোর হেড অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে বেরিয়ে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। দুই মিনিট পর সুযোগ পায় বার্সিলোনা। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার ডিফেন্স চেরা বল লক্ষ্যে রাখতে পারেননি প্রথম লেগে গোল করা সুয়ারেজ। ২৭ মিনিটে রড্রিগোর প্রচেষ্টা ফিরিয়ে দেন বার্সিলোনার গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আন্দ্রে গোমেজের বদলি হিসেবে মাঠে নামেন কুটিনহো। নিজেকে প্রমাণে খুব বেশি সময় নেননি। ৪৯ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সুয়ারেজের বাড়ানো ক্রসে সøাইড করে নেয়া জোরালো শটে বার্সিলোনার জার্সিতে প্রথম গোল করেন তিনি। ২০১৩ সালে লিভারপুলের হয়ে কুটিনহোর প্রথম গোলের যোগানদাতাও ছিলেন সুয়ারেজ। পাঁচ বছর পর বার্সিলোনার হয়ে কুটিনহোর প্রথম গোলেও এ্যাসিস্ট করলেন সুয়ারেজ। সুয়ারেজেরই আরেকটি যোগান থেকেই ৮২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইভান রকিটিচ। পঞ্চমবারের মতো মাঠে নেমে প্রথম গোলের দেখা পাওয়া কুটিনহো ম্যাচ শেষে বলেন, এটি একটি দারুণ সুখের দিন।
×