ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় দলের ড্রেসিংরুমে দুই যুব ক্রিকেটার

প্রকাশিত: ০৭:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় দলের ড্রেসিংরুমে দুই যুব ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশে ঠাঁই হয়নি মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান ও কামরুল ইসলাম রাব্বির। তবে মিরপুর টেস্টের স্কোয়াডে ছিলেন তারা। ম্যাচের দ্বিতীয়দিনে তারা জাতীয় দলের ড্রেসিং রুমে ছিলেন না। তারা চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) খেলেছেন শুক্রবার। অথচ তখন বাংলাদেশ দল সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করছিল। যে কোন সময় বদলি খেলোয়াড় নামানোর প্রয়োজন পড়তে পারে। তাই অনুর্ধ-১৯ দলের দুই ক্রিকেটার শাকিল হোসেন ও আমিনুল ইসলামকে দেখা গেছে জাতীয় দলের ড্রেসিং রুমে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় মাঠে থাকতে হয় খেলোয়াড়দের। আর আন্তর্জাতিক ক্রিকেটে যারা স্কোয়াডে থাকেন তারা সাধারণত মূল একাদশে সুযোগ না পেলেও ড্রেসিং রুমে থাকেন জাতীয় দলের জার্সি গায়ে। যে কোন মুহূর্তে ইনজুরি, কিংবা অসুস্থতায় কোন খেলোয়াড়ের বদলি হিসেবে ফিল্ডিং করা লাগতে পারে বলেই অতিরিক্ত খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়া হয়। কিন্তু শুধু দ্বাদশ খেলোয়াড় তানবীর হায়দারকে রেখে মোসাদ্দেক, নাঈম ও রাব্বিকে চলে যাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার ডিপিএলে খেলার জন্য তাদের স্বীয় ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ দিয়েছে। শুক্রবার ইমরুল কায়েস ঠিকই ফিল্ডিংয়ের সময় আঘাত পান এবং বদলি হিসেবে তানবীর মাঠে নামেন। ওই সময় তাকে হেলমেট দিতে অনুর্ধ-১৯ দলের একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেন। স্কোয়াডে থাকা তিনজনকে ছেড়ে দেয়ার অভাব পূরণ করতেই শাকিল ও আমিনুলকে ড্রেসিং রুমে আনা হয় এবং তারা জাতীয় দলের সাদা পোশাক পরেই পুরো সময় অবস্থান করেন।
×