ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে আবাহনীর দ্বিতীয় জয়

প্রকাশিত: ০৭:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে আবাহনীর দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে একাই কলাবাগান ক্রীড়াচক্রকে হারিয়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাট হাতে ৫৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলার পর নড়াইল এক্সপ্রেস বল হাতে তুলে নেন ৪ উইকেট। ফলে চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী। তারা ৩৬ রানে হারায় কলাবাগানকে। আর প্রথম ম্যাচে হারের মুখ দেখা গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব জয়ের ধারায় ফিরেছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী ২০ রানে নবাগত শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে এবং ফতুল্লায় দোলেশ্বর ১ উইকেটে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারিয়ে দেয়। আবাহনী আগে ব্যাটিংয়ে নেমে বেশ বিপদেই পড়েছিল। নাজমুল হোসেন শান্ত ৫৫ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৪০ রান করে ফিরে গেলে খুব কম রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। সে সময় ব্যাট হাতে ঝড় তোলেন মাশরাফি। তার ৫৪ বলে ৬৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় আবাহনী। মুক্তার আলী ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই মাশরাফি ও তাসকিন আহমেদের পেস তোপে বিপর্যয়ে পড়ে কলাবাগান। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮১ রানেই গুটিয়ে যায় তারা। মুক্তার সর্বোচ্চ ৪০ রান করেন। মাশরাফি ৪টি ও তাসকিন ৩টি উইকেট নেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে জাকির আলী অনিকের ৯০ এবং নাদিফ চৌধুরীর ৬৮ বলে ৫ চার, ৩ ছক্কায় ৭১ ও রজত ভাটিয়ার ৩৪ বলে ৪ চার, ৩ ছক্কায় অপরাজিত ৫৮ রানের সুবাদে ৬ উইকেটে ২৭৯ রানের বড় সংগ্রহ পায় গাজী। সাইফউদ্দিন ২ উইকেট নেন। জবাবে উদয় কৌল (৫৯), সাব্বির হাসান (৫৫) ও তৌহিদ হৃদয়ের (৫১) অর্ধশতকে জয়ের পথেই ছিল তারা। কিন্তু নাঈম হাসান, রুবেল আহমেদ ও আবু হায়দার রনির বোলিংয়ে শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায় শাইন পুকুর। প্রথম ম্যাচে জেতা দলটি হেরে যায় ২০ রানে। জয়ের ধারায় ফিরেছে রানার্সআপ দোলেশ্বরও। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শেষ বলের নাটকীয়তায় তারা ফতুল্লায় ১ উইকেটে হারিয়ে দেয় খেলাঘরকে। ফরহাদ রেজার বোলিং তোপের মুখে নাজিমউদ্দিনের অর্ধশতকে ৭ উইকেটে ১৯৯ রান তুলেছিল শাইন পুকুর। জবাবে ফরহাদ হোসেন ও ফজলে মাহমুদের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ৫০ ওভার খেলে ২০০ রান তুলে জয় পায় দোলেশ্বর। স্কোর ॥ আবাহনী-কলাবাগান ম্যাচ ॥ বিকেএসপি-৩ আবাহনী ইনিংস- ২১৭/১০; ৪৯.৫ ওভার (মাশরাফি ৬৭, শান্ত ৫৫, মোসাদ্দেক ৪০; মুক্তার ৩/৪৭, যতীন ২/১৩, আবুল হাসান ২/২৬, শাহাদাত ২/৪৭)। কলাবাগান ইনিংস- ১৮১/১০; ৪৮.১ ওভার (মুক্তার ৪০, মাহমুদুল ৩৮, তাইবুর ২৬, আশরাফুল ২৫; মাশরাফি ৪/৪৯, তাসকিন ৩/৩০)। ফল ॥ আবাহনী ৩৬ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ মাশরাফি বিন মুর্তজা (আবাহনী)। গাজী গ্রুপ-শাইন পুকুর ম্যাচ ॥ বিকেএসপি-৪ গাজী গ্রুপ ইনিংস- ২৭৯/৬; ৫০ ওভার (জাকির আলী ৯০, নাদিফ ৭১, রজত ৫৮*, জহুরুল ২৮; সাইফউদ্দিন ২/৬৮, শুভাগত হোম ১/৫)। শাইন পুকুর ইনিংস ॥ ২৫৯/১০; ৪৮.৪ ওভার (উদয় ৫৯, সাব্বির ৫৫, তৌহিদ হৃদয় ৫১, সাদমান ৪০; নাঈম হাসান ৩/৩৬, রুবেল আহমেদ ৩/৬৩, আবু হায়দার ২/৩৭)। ফল ॥ গাজী গ্রুপ ক্রিকেটার্স ২০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ জাকির আলী অনিক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)। দোলেশ্বর-খেলাঘর ম্যাচ ॥ ফতুল্লা খেলাঘর ইনিংস- ১৯৯/৭; ৫০ ওভার (নাজিমউদ্দিন ৫১, ম্যানেরিয়া ৪৫, রবিউল ৩৫, মইনুল ৩২*; ফরহাদ রেজা ৪/৩৭)। প্রাইম দোলেশ্বর ইনিংস ॥ ২০০/৯; ৫০ ওভার (ফরহাদ হোসেন ৪৫, ফজলে মাহমুদ ৪২, মার্শাল ৩১, শরীফউল্লাহ ২৪, ইমতিয়াজ হোসেন ২৩; তানভীর ৩/৪৮, সাদ্দাম ২/২৮, ম্যানেরিয়া ২/৩৬)। ফল ॥ প্রাইম দোলেশ্বর ১ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর)।
×