ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কোন লক্ষ্যই তাড়া করা সম্ভব

প্রকাশিত: ০৭:৩১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

যে কোন লক্ষ্যই তাড়া করা সম্ভব

মোঃ মামুন রশীদ ॥ মিরপুর টেস্টে দু’দিন পেরোতেই পরিস্থিতি বিবেচনায় খুব সহজে বলা যাচ্ছে আরেকটি পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। প্রথমদিন থেকেই উইকেট যেভাবে বোলারদের পক্ষ নিয়েছে এবং বাংলাদেশ মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়, তখন প্রতিপক্ষ শ্রীলঙ্কা এগিয়ে গেছে ৩১২ রানে। কিন্তু দারুণ কিছু করে জয় পাওয়া সম্ভব এমন বিশ্বাসও আছে মেহেদী হাসান মিরাজের। তিনি দাবি করলেন চলমান টেস্টে বোলারদের জন্য সুবিধা থাকলেও ব্যাটসম্যানরা মনোযোগী হয়ে ধৈর্যশীল ব্যাটিং করলে যে কোন লক্ষ্য তাড়া করা সম্ভব বাংলাদেশের। কারণ প্রথম ইনিংসে যে ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ভাল করার যথেষ্ট সুযোগ টেস্ট ক্রিকেটে থাকে বলেই বিশ্বাস তার। এছাড়া মিরাজ জানালেন বাংলাদেশের ড্রেসিং রুমও এ ব্যাপারে আত্মবিশ্বাসী। শুক্রবার মিরপুর টেস্টের দ্বিতীয়দিন শেষে এমন দাবি করেন মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ অবদান ছিল ডানহাতি অফস্পিন অলরাউন্ডার মিরাজের। তিনি ৩৮ রান করে অপরাজিত থাকেন। মিরাজের ব্যাটিংয়ের সময় মনেই হয়নি ব্যাটিং করাটা কঠিন। চলমান টেস্টের উইকেট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় কিছুটা মনোযোগী হয়ে ব্যাটিং করলে এখানে ভাল করা সম্ভব। ওরা অনেক ভাল বোলিং করেছে। ধৈর্য নিয়ে জায়গা মতো বল ফেলে গেছে। সে কারণেই আমরা আউট হয়েছি। তবে একটা ইনিংস এমন হতেই পারে। এই উইকেটে আমি বলব না যে ব্যাটিং করা কঠিন। অনেক টার্ন আছে এটা ঠিক, কিন্তু অস্বাভাবিক বাউন্স কিংবা নিচু হয়ে যাওয়া, বল পড়ার পর হঠাৎ পিছলে যাওয়ার বিষয়গুলো দেখা যায়নি। তাই কেউ উইকেটে দেখে শুনে টিকে থাকতে চাইলে তাকে আউট করা সহজ নয়।’ মিরাজের কথার প্রমাণ দুই ইনিংসেই মোটামুটি শ্রীলঙ্কার কয়েকজন ব্যাটসম্যান দেখিয়েছেন। স্বাগতিক দলের কেউ পারেননি। কিন্তু সেটা দ্বিতীয় ইনিংসে করা সম্ভব বলেই দাবি মিরাজের, ‘একটা ইনিংস খারাপ হতেই পারে। কিন্তু আমার মনে হয় সেটা ভুলে যেতে হবে যা হওয়ার হয়েছে। দ্বিতীয় ইনিংসে যত লক্ষ্যই থাক আমাদের, চিন্তা করতে হবে সেখানে পৌঁছা।’ ৩১২ রানের বড় লিড নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। এখনও তাদের হাতে আছে ২ উইকেট। বাংলাদেশের লক্ষ্যটা আরও বড় হবে এটা নিশ্চিত। সবমিলিয়ে আপাতত ব্যাকফুটেই চলে গেছে স্বাগতিক দল। কিন্তু বাংলাদেশের সবাই বেশ আত্মবিশ্বাসী মনোভাবে আছে। এ বিষয়ে মিরাজ বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী ভাল করতে। সবার মধ্যে বিশ্বাস আছে যে কোন কিছু করা সম্ভব। দলের প্রয়োজনে আমিও যে কোন পজিশনে নিজের ওপর দায়িত্ব চলে আসলে সেটা পালন করার চেষ্টা করব। এমন যদি হয় আর ৫০ রানের প্রয়োজন, আমি ব্যাটিংয়ে আসলাম তখন সেটা যাতে করে আসতে পারি সেদিকেই মনোযোগ থাকবে।’ বাংলাদেশ দল এর আগে মাত্র ৩ বার রান তাড়া করে টেস্ট জিতেছে। এর মধ্যে একবার জিম্বাবুইয়ের বিপক্ষে ১০১ রান তাড়া করতে গিয়ে ৭ উইকেট হারাতে হয়েছিল ২০১৪ সালে মিরপুরে। এছাড়া ২০০৯ সালে সেন্ট জর্জেসে ২১৫ রান তাড়া করে ৪ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। সেটাই সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড বাংলাদেশের। তবে মিরাজ জানালেন বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস গত বছর কলম্বো টেস্টে ৪ উইকেটের জয়। ১৯১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এ বিষয়ে মিরাজ বলেন, ‘কলম্বোর সেই জয়টাই আমাদের আত্মবিশ্বাসের কারণ। আমরা ভাল খেলতে পারলে এবারও যত লক্ষ্যই থাক সেখানে পৌঁছুতে পারব ইনশাআল্লাহ।’ ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখানো মিরাজ বল হাতেও বেশ ভাল করেছেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কানদের বাকি দুই উইকেট দ্রুত তুলে নিতে চান। এ বিষয়ে মিরাজ বলেন, ‘আমরাও অনেক ভাল বোলিং করেছি। কিন্তু একসঙ্গে দুইপ্রান্তে ভাল করতে পারিনি। কেউ একজন ভাল করেছি তো আরেকজন হয়তো বাউন্ডারি খেয়েছে। আমাদের তখন কিছু আলগা বলের সুযোগ পেয়ে তারা বাউন্ডারি হাঁকিয়ে চাপমুক্ত হয়েছে। সেখানেই তারা এগিয়ে গেছে। এখন আমরা যত দ্রুত সম্ভব তাদের দুই উইকেট তুলে নিতে চাই। ব্যাটিংয়ের প্রথম ইনিংসে যে ভুল করেছি সেসব না করলে ভাল করা সম্ভব। তারা ধৈর্য নিয়ে বোলিং করেছে এবং আলগা বল তেমন করেনি বলেই আমাদের কিছু ভুল হয়েছে। আমাদের মুমিনুল ভাই আছে, তামিম ভাই, মুশফিক ভাই আছেন এবং লিটন আছে- তারা সবাই আত্মবিশ্বাসী। আমাদের সিনিয়র খেলোয়াড়রা আছে, অবশ্যই তারা দায়িত্ব নিলে ফল নিজেদের পক্ষে আসবে। প্রথম ইনিংসে যা হয়েছে সেটাকে দুর্ঘটনাই বলব। আশাকরি দ্বিতীয় ইনিংসে আমরা ভাল করব, ভাল করতেও হবে ইনশাআল্লাহ।’
×