ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জগলুল হায়দার এর গুচ্ছছড়া

প্রকাশিত: ০৭:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

জগলুল হায়দার এর গুচ্ছছড়া

শিশু কর্নার তোমরা যারা ছোট্টমণি মাইক তাদের শোনায় বইমেলাতে শিশুকর্নার আবারো এক কোনায়। সরোয়ার্দীর মাঠে গিয়ে ডান দিকে ঠিক তাকাও সামনে কিন্তু মস্ত সড়ক প্রশস্ত আর ফাঁকাও। সে পথ দিয়ে হাঁটলে পরেই দেখবে সেকি শোভায় রংবেরঙের বইয়ের দোকান কত্ত মনোলোভায়! সেখান থেকে ইচ্ছে মতো কিনতে পারো তুমিও কিনতে পারে ছড়া কমিক তোমার ক্লাসের সুমিও। . হইচই বই নিবে কি বই নয়া নয়া রঙ ও রেখায় কেবলই হইচই। অ কিনবে আ কিনবে ছোট্ট পাখির ছা কিনবে কী সুন্দর পাখা! রংতুলিতে আঁকা। বই কিনবে বই তাইলে ঘুরো বইয়ের মেলায় একটুকু টইটই। . সব জানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বই জানে সব তাই পাবে বইভরা হই কলরব। অক্ষর শব্দে সহস্র অব্দে বই দিবে ডাক ওরে খোকা বইটাকে তাই ধরে রাখ। . শিশু প্রহর ছুটির দিনে দারুণ খবর শিশু প্রহর আসে সকাল থেকেই বইয়ের সুরুজ মেলার ভেলায় ভাসে। শুক্র শনির এমন দিনে ইশকুলেতে ছুটি শিশু প্রহর মেলায় কাটাও কইরা হুটোপুটি। শিশু প্রহর সব শিশুদের কাকলিতে ভরা বই কিনে নাও এবং শুনো- বই যেন হয় পড়া। . পড়ালেখা রবি ঠাকুর বই লিখেছেন বই লিখেছেন দুখু এই শুনে বই লিখতে বসে রসুলপুরের খুকু। কলম নিয়ে ভাবতে ভাবতে দিন চলে যায় গোটা হয় না তবু কিছুই লেখা হয় না তো এক ফোঁটা। লিখবে খুকু কেমন করে দেয় না লেখা ধরা দেয় না কারণ হয়নি আগে ঠিকমতো বই পড়া। বই লিখতে চাইলে তবে বইকে লাগে জানা এই শুনে সে বইয়ের পাতায় শেষকালে দেয় হানা। . এত্ত বই ইপটি পিপটি ডিপটি ডই খেলাপড়া হবে তবে নাও না হাতে জলদি বই। ইপটি পিপটি ডিপটি ডই বই যদি নাও হাতে তবে হবেই হবে বইটি সই। ইপটি পিপটি ডিপটি ডই ভাবনা কিবা চিন্তা কিসের মেলায় আছে এত্ত বই।
×