ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘শহরনামা’ লাইভ আর্টে প্রিমা

প্রকাশিত: ০৬:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮

‘শহরনামা’ লাইভ আর্টে প্রিমা

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বনামধন্য পারফর্মেন্স আর্টিস্ট প্রিমা নাজিয়া আন্দালিব ‘শহরনামা’ লাইভ আর্টে পারফর্ম করলেন। মাহবুবুর রহমানের সংকলনে মঙ্গলবার চারুকলা ইনস্টিটিউটের সামনের পথে এই লাইভ আর্ট প্রদর্শিত হয়। নাজিয়ার লক্ষ্য ছিল, শহরের মাত্রাগুলোকে বিভক্ত করে দেখানো। যান্ত্রিক এই শহরে নিজের ভেতর দিয়ে নিজেকে বাড়িয়ে তোলা। বিশৃঙ্খলতার এই শহরে নিজের কাজ আর অভিব্যক্তি দিয়ে তিনি এক একতান তৈরির চেষ্টা করেন। ‘শহরনামা’ লাইভ আর্টে আরও শিল্প প্রদর্শন করেন, মুস্তাফা জামান, মাহবুবুর রহমান, সালেহ মাহমুদ, কামরুজ্জামান স্বাধীন, জয়দেব রোয়াজা, সাঈদ মুহাম্মাদ জাকির ইমন, ইসমাইল হোসেন নিলয়, শুভ সাহা, পলাশ ভট্টাচার্য, সুমনা আখতার, ছবি জুলফিকার, আফসানা শারমিন ঝুম্পা, ফারাহ নাজমুন, জাহিদ হোসেইন, ওলেই জাফ, জুয়েল এ বর, ইমরান সোহেল, সরকার নাসরিন তুনতুন, সানাদ বিশ্বাস এবং জুবলি দেওয়ান।
×