ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিইউবিটির সমাবর্তন অনুষ্ঠানে গাইবেন তাহসান-লিজা

প্রকাশিত: ০৬:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

বিইউবিটির সমাবর্তন অনুষ্ঠানে গাইবেন তাহসান-লিজা

স্টাফ রিপোর্টার ॥ বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর তৃতীয় সমাবর্তন। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রীর সনদপত্র এবং স্বর্ণপদক তুলে দেবেন রাষ্ট্রপতি ও বিইউবিটির আচার্য মোঃ আবদুল হামিদ। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এমিরিটাস অধ্যাপক ড. একে আজাদ, বিউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এএফএম সারওয়ার কামাল ও বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক আবু সালেহ। সনদ ও পদক বিতরণ শেষে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সামনে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান, লিজা, ইলিয়াস হোসেন ও মহুয়া লিপি। গান ছাড়াও অনুষ্ঠানে থাকবে কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ ও চাঁদনীর নৃত্য পরিবেশনা। প্রসঙ্গত, বিউবিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ইভেন্ট পার্টনার চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। সমাবর্তন অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
×