ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুকান্তর ষষ্ঠ আবৃত্তি এ্যালবাম ‘সন্ধ্যার মেঘমালা’

প্রকাশিত: ০৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮

 সুকান্তর ষষ্ঠ আবৃত্তি এ্যালবাম ‘সন্ধ্যার মেঘমালা’

স্টাফ রিপোর্টার ॥ ‘দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালবাসিবারে দে আমারে অবসর’। ভালবাসা জানাতে রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ উপন্যাসের নায়ক অমিত রায়কে ধার নিতে হয়েছিল ইংরেজ-কবি ডনের এই প্রেমের কবিতা। আর আমাদের তো কথাই নেই। ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ তাবত বাঙালী প্রেমিক-প্রেমিকাদের বারংবার প্রেমের কবিতা ধার নিতে হয় রবীন্দ্রনাথের কাছ থেকে। আজীবন প্রেমিক-কবি রবীন্দ্রনাথ কিন্তু তাঁর হৃদয়াবেগ প্রকাশের জন্য কখনও কারও কাছে হাত পাতেননি। আবেগ-আকাক্সক্ষা-বাসনা-বেদনা ম-িত প্রেমের নতুন ভাষা সৃষ্টি করেছেন তিনি, স্বপ্ন-স্মৃতি-কল্পনামাখা নতুন ভাষ্য রচনা করেছেন তার কবিতায়। প্রেমের বহু বিচিত্র অনুভবে, গভীর হৃদয়-বোধের স্পন্দনে কেমন রণিত হয়ে উঠেছে তাঁর কবিতাগুলো। কতভাবে প্রেমকে আবিষ্কার করেছেন তিনি, প্রেমিক হৃদয়কে ব্যাকুর বিহ্বল মগ্ন করে তুলেছেন তাঁর অজস্র কবিতায়। শোভন লোভন প্রেমে আমাদের দীক্ষা দিয়েছেন রবীন্দ্রনাথ, শরীরে মনে নতুনভাবে আমাদের ভালবাসতে শিখিয়েছেন। তাই প্রেমে-প্রাণে-গানে রবীন্দ্রনাথের কবিতা আজ আমাদের নিত্য-সঙ্গী, নিভৃত সম্বল। আমাদের মিলনে বিরহে তাঁর কবিতার চরণের আসা- যাওয়া। এমনই সব প্রেমের কবিতা নিয়ে ঈগল মিউজিকের ব্যানারে বের হয়েছে তরুণ বাচিক শিল্পী সুকান্ত’র ষষ্ঠ আবৃত্তি এ্যালবাম ‘সন্ধ্যার মেঘমালা’। এ্যালবাম পাওয়া যাবে দেশব্যাপী রং-বাংলাদেশ, ঈগল মিউজিকের আউটলেটে এবং বাংলা একাডেমির মহান একুশের বইমেলায়। সুকান্ত গুপ্ত। আবৃত্তির নতুন প্রজন্মের উত্তোরাধিকারী এবং পরিধি বিস্তারকারী শিল্পী-যিনি সাংগঠনিক চর্চায় সমুজ্জল ছোটবেলা হতেই। নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। জন্ম সিলেট শহরে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক সুকান্ত শুদ্ধ ধারায় সাহিত্য সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছেন।
×