ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্ধ্যত্ব ঘোচাতে সহায়ক হবে

গবেষণাগারে মানব ডিম্ব কোষ উৎপাদন

প্রকাশিত: ০৬:৩০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

গবেষণাগারে মানব ডিম্ব কোষ উৎপাদন

মানব ভ্রুণে পরিণত হতে পারে এমন নিষিক্ত ডিম্ব কোষ প্রথমবারের মতো গবেষণাগারে উৎপাদন করা সম্ভব হয়েছে। এর ফলে সন্তান জন্মদানে ডিম্বাণু জটিলতার অবসান ঘটবে ব্যাপক আশাবাদের সঞ্চার হয়েছে। অনেকে বন্ধ্যত্ব অপবাদ থেকে মুক্তি পাবেন বলে চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্টরা ধারণা করছেন। -ইনডিপেন্ডেন্ট। যুগান্তকারী এই উদ্ভাবনীর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানীরা মানব শরীরের বাইরে স্থাপিত ডিম্বাশয়ের মধ্যে ডিম্ব কোষ রেখে তা পরিবর্ধিত করার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। বিজ্ঞানীরা অস্ত্রোপচারের মাধ্যমে মানবদেহের ডিম্বাশয় থেকে কিছু ওভারি টিস্যু সংগ্রহ করে তাতে একটি পরিণত ডিম্বাণু বীর্যের সঙ্গে সংরক্ষণ করার মাধ্যমে তা একটি ভ্রুণে রূপান্তরিত করেছেন। এটিকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ টেস্ট টিউব জন্মদান পদ্ধতির কাছাকাছি প্রক্রিয়া বলা চলে। নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে যেসব নারী জরায়ু বন্ধ্যত্ব নিয়ে মা হওয়ার আশা ছেড়ে দিয়েছেন তারাও এবার আশার আলো দেখতে পারেন বলে অনেকে আশাবাদী হয়ে উঠেছেন। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিপ্রোডাকটিভ হেলথ এর অধ্যাপক ইভলিন টেলফার সংশ্লিষ্ট বার্তা সংস্থাকে বলেন, আমরা যদি ডিম্বকোষকে স্বাভাবিক অবস্থায় রেখে ভ্রুণ গঠন করতে পারি- তবে ভবিষ্যতে সন্তান জন্মদানে তা বিরাট ভূমিকা রাখবে। এক্ষেত্রে একটি জিনিস লক্ষ রাখতে হবে যে, নিষিক্ত ডিম্বাণুটি সুস্থ ও স্বাভাবিক কী না। যদি তা সুস্থ হয় তবে যেসব নারীর ডিম্বাশয়ে স্বাভাবিকভাবে ডিম্বাণু নিঃসরণ ঘটে না তাদের জন্য এই ডিম্বাণু সংরক্ষণ করা যায়। এছাড়া জরায়ু সমস্যায় আক্রান্ত অথবা ক্যান্সার আক্রান্ত নারীগণও এই নতুন উদ্ভাবনে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
×