ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকী কুর্দী বাহিনীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮

ইরাকী কুর্দী বাহিনীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ

ইসলামিক স্টেট গ্রুপের সন্দেহভাজন বন্দী সদস্যদের একের পর এক হত্যা করায় হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুক্রবার ইরাকী কুর্দী নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করেছে। সংস্থাটি জানায়, কুর্দী পেশমার্গা যোদ্ধারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল নগরীর ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সাহেল আল-মালিহা এলাকার একটি স্কুলে ইরাকী ও বিদেশী নাগরিকদের বন্দী রেখেছে। গত জুলাই মাসে মসুল নগরী থেকে আইএস জঙ্গীদের উৎখাত করা হয়। এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক লামা ফকিহ বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে কুর্দী নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএসের সন্দেহভাজন বন্দী সদস্যদের একের পর এক হত্যা করছে এমন অনেক প্রমাণ রয়েছে।’ -এএফপি
×