ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে সঙ্কট ঘনীভূত

প্রকাশিত: ০৬:২৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মালদ্বীপে সঙ্কট ঘনীভূত

মালদ্বীপে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছে। প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন চীন ও সৌদি আরবের মতো বন্ধু দেশগুলোতে তার বিশেষ প্রতিনিধি পাঠিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য তাদের পাঠানো হয়েছে। অন্যদিকে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এএফপি ও ইকনোমিক টাইমস। ইয়ামিন অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ সাইদকে চীনে, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসিমকে পাকিস্তানে এবং কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ শাইনিকে সৌদি আরবে পাঠিয়েছেন। বিদ্যমান সঙ্কট ও সরকারের নেয়া ব্যবস্থা সম্পর্কে তারা ওই দেশগুলোকে অবহিত করবেন। বুধবার প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত জানিয়েছেন, ইয়ামিন ভারতেও বিশেষ দূত পাঠাতে চান তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোন তারিখ দেয়নি। এদিকে ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে মালদ্বীপে জরুরী অবস্থা প্রত্যাহার ও কারারুদ্ধ সুপ্রীম কোর্টের দুজন বিচারককে মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস প্রেসিডেন্ট ইয়ামিনের কাছে এই আহ্বান জানিযেছেন। জাতিসংঘর সহকারী মহাসচিব মিরোস্লাভ বুধবার সতর্ক করে নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘যদিও মালদ্বীপে এখনও পর্যন্ত কোন সংঘাতের ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি খারাপ অবস্থার দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ তার এই বক্তব্যের পর বৃহস্পতিবার মালদ্বীপ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বিশ্বসংস্থাটির মানবাধিকার প্রধান জায়েদ রাআদ আল হুসেইন বুধবার বলেছেন, ‘মালদ্বীপে গত কয়েক বছর ধরেই বিরোধী নেতাকর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ধর-পাকড়ের শিকার হয়ে এসেছে। এখন যেটা সেগুলো তারই সর্বশেষ পরিণতি।’ দেশটিতে শুক্রবার বিরোধী সমর্থক টেলিভিশন নেটওয়ার্ক রাজি বন্ধ করে দেয়া হয়েছে। রাজি টিভি জানিয়েছে, রাজনৈতিক সঙ্কট নিয়ে সংবাদ পরিবেশনের জন্য প্রতিষ্ঠানের কর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। সরকার যেভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে তাতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য এভা আব্দুল্লাহ বলেছেন রাজি টিভির সাংবাদিকদের সরকার দলীয় এমপি ও অন্যান্য লোকজন হুমকি দিয়েছেন। মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। পশ্চিমাদের কাছে এটি হানিমুন দ্বীপ নামেও পরিচিত। রাজনৈতিক সঙ্কট দেখা দেয়ার পর চীন, ভারত ও অন্যান্য দেশের লোকজন দেশটিতে তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে। দেশটিতে সর্বশেষ এই রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে মূলত চলতি মাসের এক তারিখ থেকে। কারাগারে আটক বিরোধী নেতৃবৃন্দকে মুক্তির আদেশ দানকারী সুপ্রীম কোর্টের দুজন বিচারককে গ্রেফতার ও জরুরী অবস্থা জারির পর রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর ইয়ামিন প্রায় সব বিরোধী নেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। রাজধানী মালের রাজপথে এখনও কোন বড় ধরনের সংঘর্ষ হয়নি। জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৃহস্পতিবার ইয়ামিনের সঙ্গে সাক্ষাত করতে চাইলেও তিনি তাদের সাক্ষাত দেননি। এই কূটনীতিকরা ইয়ামিনের সঙ্গে দেখা করার জন্য বাইরে থেকে এসেছিলেন। এদের একজন শ্রীলঙ্কায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জন রোড। রাজধানী মালেতে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের বর্তমান পদক্ষেপ গনতন্ত্রের ওপর সরাসরি আঘাত’। ইয়ামিন এখনও পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। বিরোধী দলগুলো শুক্রবার জুমার নামাজের পর সমর্থকদের মালের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি দেখতে বিদেশী সাংবাদিকদেরও এখন কর্তৃপক্ষ ভিসা দিচ্ছে না বলে জানা গেছে।
×