ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ থেকে কেআইবিতে কৃষি যন্ত্রপাতি মেলা

প্রকাশিত: ০৬:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

আজ থেকে কেআইবিতে কৃষি যন্ত্রপাতি মেলা

স্টাফ রিপোর্টার ॥ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ২০১৮ কৃষি যন্ত্রপাতি মেলা। রাজধানীর কেআইবি কমপ্লেক্স চত্বরে তিন দিনব্যাপী এই মেলা চলবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ‘কৃষি যন্ত্রপাতি ব্যবহারে, অর্থ-শ্রম-সময় বাঁচবে’ এই সেøাগানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কেআইবি কমপ্লেক্স চত্বর পর্যন্ত সকাল সাড়ে নয়টায় একটি র‌্যালি বের করা হবে। সকাল দশটার পরে কেআইবি অডিটরিয়ামে স্বাগত বক্তব্য দিবেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল আলম। মূল প্রবন্ধে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের পথপরিক্রমা ও সরকারী উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে। আলোচক হিসেবে বক্তব্য দিবেন কেজিএফ’র নির্বাহী পরিচালক ড. ওয়াযেস কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। এরপর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে মুক্ত আলোচনার জন্যে সভা উন্মুক্ত করে দেয়া হবে।
×