ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর তৃতীয় স্প্যানের রং চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত: ০৬:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

পদ্মা সেতুর তৃতীয়  স্প্যানের রং চূড়ান্ত পর্যায়ে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর তৃতীয় স্প্যানের রং চূড়ান্ত পর্যায়। মাওয়া কুমারভোগ বিশেষায়িত ইয়ার্ডে এই রংয়ের কাজ চলছে। এদিকে ৭-সি নম্বর এই স্প্যানটি গন্তব্যে নেয়ার জন্য ইতোমধ্যে ভাসমান ক্রেনবাহী জাহাজ ইয়ার্ডে নোঙ্গর করেছে। চলতি মাসের শেষ দিকে স্প্যানটি নিয়ে ৩৯নং পিলারের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। প্রায় ৩২শ’ টন ওজনের এই স্প্যান স্থাপনের নানা প্রস্তুতি এখন চলছে তোড়জোড়ে। পদ্মা সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর এটি স্থাপন করা হবে। তাই পিলার দুটিতে নানা কর্মকান্ড পরিচালিত হচ্ছে এখন। দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, মার্চের ১০ তারিখের মধ্যে তৃতীয় এই স্প্যানটি স্থাপনের সম্ভবনা রয়েছে। সে অনুযায়ী ফেব্রুয়ারির ২৮ তারিখে ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে ৩৬শ’ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজ রওয়ানা হবার কথা রয়েছে। সে অনুযায়ী পদ্মায় প্রয়োজনীয় নাব্যতা রক্ষায় ড্রেজিং কাজ চলমান রয়েছে। এদিকে পদ্মার সেতুর মাওয়া প্রান্তে কর্মপরিধি আরও বৃদ্ধি করা হয়েছে।
×