ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাশকতা মামলায় ছাত্রদল সভাপতি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

নাশকতা মামলায় ছাত্রদল সভাপতি ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টনে নাশকতার একটি মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও ১৩ জনের একদিন করে রিমান্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আবদুল হান্নান পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। একদিনের রিমান্ডে যাওয়া ১৩ আসামিরা হচ্ছেন- মোহাম্মদপুর ৩৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, অসীম মাহমুদ, শামীম হোসেন, সাজেদ আহমেদ, শাহজাহান, সাইদুর রহমান মিন্টু, খলিল উল্লাহ, এস এম মিজানুর রহমান, স্বপন ভূঁইয়া, মোল্লা ফয়সাল আহসান, শাওন, শামসুল আলম ও জাহিদুল হক জাহিদ। আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামিপক্ষের সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জিয়াউদ্দিন জিয়া, হেলাল উদ্দিন প্রমুখ আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিন প্রার্থনা করেন।
×