ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিক্ষোভ হয়নি, নামমাত্র সমাবেশ

প্রকাশিত: ০৫:২৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে বিক্ষোভ হয়নি, নামমাত্র সমাবেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর চট্টগ্রামে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা চুপসে গেছেন। ফলে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের কথা থাকলেও সুনসান নীরবতায় কাটিয়েছেন জিয়ার সৈনিকেরা। প্রশ্ন উঠেছে, নীরবতা বা আন্দোলন না করে কেন ঝিমিয়ে পড়া। এক কথায় চট্টগ্রামে বিক্ষোভ হয়নি, সমাবেশ হয়েছে নামমাত্র। দলের মহানগর কার্যালয়ে অভ্যন্তরভাগ ছিল ফাঁকা। সকাল থেকে প্রবেশমুখ জুড়ে ছিল পুলিশ ও বিজিবি মোতায়েন। জুমার নামাজের পর হাতেগোনা কিছু নেতাকর্মী নিয়ে দলের নগর শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর যে সমাবেশ করেছেন, তাতে অংশগ্রহণ ছিল হাতেগোনা। ভীতসন্ত্রস্ত নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিতে দেখা যায়নি বলেও দলীয় সূত্রে স্বীকার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহদাত হোসেনসহ ২১ নেতাকর্মী ও সমর্থককে আটক ও গ্রেফতারের পর শুক্রবার দুপুরে চট্টগ্রাম আদালতে সোপর্দের মধ্য দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত মোট ৪৯জন ছাড়াও মামলায় প্রায় ৩শ’ জন অজ্ঞাতনামাও রয়েছে। সন্ত্রাসী কর্মকা- ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে কোতোয়ালি থানায়। কাল রবিবার গ্রেফতারকৃত ২১জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জনকণ্ঠকে বলেন, দুটি মামলায় যাদের আটক করা হয়েছিল তাদের মধ্য থেকে ২১জনকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে গ্রেফতার দেখান হয়েছে। সন্ত্রাসী কর্মকা- ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জনকণ্ঠকে জানান, গ্রেফতার ২১জনকে জিজ্ঞাসাবাদের জন্য কাল রবিবার আদালতে রিমান্ড আবেদন করা হবে।
×