ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায়

প্রকাশিত: ০৫:১২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-লন্ডন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শুক্রবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোন পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা সফরে আসলেন। বরিস জনসনের ঢাকা সফরের সময় যুক্তরাজ্যগামী কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। শুক্রবার বিকেলে বরিস জনসন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। বরিস জনসন আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তিনি আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। বরিস জনসনের ঢাকা সফরের সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেয়ার বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া ব্রেক্সিট ও ভিসা সহজীকরণ নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন। এর প্রায় ১০ বছর পরে ব্রিটিশ কোন পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকায় এসেছেন। ঢাকা-লন্ডন রাজনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন। বর্তমানে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় যুক্তরাজ্য সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল। শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তাকে রোহিঙ্গা পরিস্থিতি অবহিত করেছেন মাহমুদ আলী। ২৫ আগস্ট রাখাইনে নতুন করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাখাইন নিয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যই প্রথম আগ্রহ প্রকাশ করে। তারপর দেশটি রোহিঙ্গা ইস্যুতে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়ও সহায়তা করেছে। অর্থ সাহায্যও দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকের সময়ে বরিস জনসন জাতিসংঘ সদর দফতরে পৃথকভাবে রোহিঙ্গা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিলেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও অনেক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×