ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাইগারদের সামনে বিশাল টার্গেট

প্রকাশিত: ০৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

টাইগারদের সামনে বিশাল টার্গেট

মিথুন আশরাফ ॥ মিরপুর টেস্টের দ্বিতীয়দিন শেষে যখন বাংলাদেশ ক্রিকেটাররা মাঠ ছাড়ছেন তখন প্রত্যেকের মুখ কেমন যেন ফ্যাকাশেই লাগছিল। কারও মুখে নেই হাসি! তা থাকারও কথা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বিশাল টার্গেটের সামনে যে পড়ে গেছে বাংলাদেশ। এরই মধ্যে ৩১২ রানের টার্গেট দাঁড় হয়ে গেছে। যে টার্গেট আজ দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয়দিনে আরও বাড়তে পারে। এরপর সেই টার্গেট তো বাংলাদেশ ব্যাটসম্যানদের অতিক্রমও করতে হবে। হারের শঙ্কাতেই পড়ে গেছে বাংলাদেশ। তবে আছে জয়ের আশাও। এখন জয় না পরাজয় মিলে সেদিকেই সবার নজর। এখনও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ২ উইকেট হাতে আছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২২২ রান করার পর বাংলাদেশকে ১১০ রানেই অলআউট করে দিয়েছে। দ্বিতীয়দিন শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২০০ রানও যোগ করে ফেলেছে শ্রীলঙ্কা। ৫৮ রানে অপরাজিত থাকা রোশেন সিলভা ও সুরঙ্গ লাকমাল (৭*) যদি উইকেট আঁকড়ে থাকেন। এরপর রঙ্গনা হেরাথও যদি স্কোরবোর্ডে কিছু রান জমা করতে পারেন তাহলে টার্গেট আরও বাড়বে। যে টার্গেট এখনই দাঁড়িয়েছে, সেই টার্গেটই বাংলাদেশের কাছে পাহাড়সম। রান আরও যোগ হলে তো অসম্ভবকে সম্ভব করার তাড়নায় খেলতে হবে ব্যাটসম্যানদের। ক্রিকেটে সবকিছুই সম্ভব। কিন্তু বাস্তব কিছু তাতে থাকতেই হবে। চট্টগ্রাম টেস্টে যেমন হারের শঙ্কায় পড়া বাংলাদেশ, মুমিনুল হক ও লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ড্র করেছে। এবারও যে বাংলাদেশ ব্যাটসম্যানরা তেমন কিছু করে জয় তুলে নিতে পারবেন না তা কে বলতে পারে। তবে টার্গেট এত বেশি দাঁড় হয়ে গেছে যে টার্গেট এর আগে বাংলাদেশের সামনে পড়তেই থুবড়ে গেছে দল। তাছাড়া এই টেস্টেই প্রথম ইনিংসে যেভাবে ইনিংস ধসে গেছে, এক মেহেদী হাসান মিরাজ (৩৮*) ছাড়া কেউ হাল ধরতে পারেননি; এমনকি ৪ রানের (১০৭ থেকে ১১০ রান) মধ্যে শেষ ৫ উইকেট যেভাবে হারিয়েছে বাংলাদেশ তাতে হারের শঙ্কাতেই আছে দল। সেই ভাবনাই আসছে। উইকেট বোলারদের অনুকূলে। এই উইকেটেও যেখানে সিলভা, করুনারতেœ (৩২), চান্দিমাল (৩০), ধনঞ্জয়ারা (২৮) হাল ধরতে পারেন, সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা নিষ্প্রভ হয়ে থাকেন। যেন ব্যাটিং করা কত কঠিন কাজ। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেয়া আব্দুর রাজ্জাক, ৬ উইকেট নেয়া তাইজুল ইসলাম, ৫ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান যেখানে শ্রীলঙ্কার ইনিংসকে আটকে রাখছেন, সেখানে ব্যাটসম্যানরা সেই প্রাপ্তি ম্লান করে দিচ্ছেন। এবার ব্যাটসম্যানদের ওপরই সব নির্ভর করছে। দ্বিতীয় ইনিংসে যা করার করতে হবে। কঠিন পথ। সেই কঠিন পথই এখন বাংলাদেশ ব্যাটসম্যানদের খুব ভাল করে পাড়ি দিতে হবে। ম্যাচে হার এড়াতে এর বিকল্প কোন পথও খোলা নেই। এর আগে কখনই ২৫০ বা এর বেশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিততে পারেনি বাংলাদেশ। ২২টি টেস্ট এই রকম গেছে এমন টার্গেটে জেতা যায়নি। ১৭টি টেস্ট হেরেছে। ড্র করেছে পাঁচটি টেস্ট। সেই ড্র করা টেস্টগুলোতেও দেখা গেছে একদিন বাকি ছিল বা তার কম দিন বাকি ছিল। আবার কোন টেস্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। কিন্তু দিন বেশি ছিল আর ২৫০ রানের বেশি টার্গেট পড়েছে, এমন ম্যাচে কখনই জিততে পারেনি বাংলাদেশ। মিরপুর টেস্টেও হাতে থাকছে তিনদিন। ম্যাচে রেজাল্ট হওয়াও নিশ্চিত। বাংলাদেশ এখন পর্যন্ত টার্গেট অতিক্রম করতে গিয়ে তিনটি টেস্ট জিতেছে। ২১৫ রানের টার্গেটে খেলতে নেমে গ্রেনাডায় ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল। সেটিই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান অতিক্রম করে জয়ের রেকর্ড। এর বাইরে গত বছর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রানের টার্গেট ও ২০১৪ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০১ রানের টার্গেটে খেলতে নেমে জিতে বাংলাদেশ। বোঝাই যাচ্ছে, শ্রীলঙ্কা যে টার্গেট দেবে, তা অতিক্রম করা কতটা কষ্টকর হবে। হারের শঙ্কাতেই তাই আছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ অবশ্য তা ভাবতে রাজি নন। তার ভাষ্য এ রকম, শ্রীলঙ্কা যত রানই টার্গেট দিক তা অতিক্রম করা সম্ভব। কারণ উইকেটে ভাল ব্যাটিং করা সম্ভব। টার্ন আছে। তবে এখনও কোন বল অনেক নিচু হয়নি। ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়নি। স্বাভাবিক খেলা খেলতে পারলেই ব্যাটসম্যানরা সফল হবে। শুধু এতটুকু মাথায় রাখতে হবে। নরমাল উইকেটের চেয়ে এই উইকেটে ফোকাস বেশি দিয়ে খেলতে হবে। এই উইকেটে মনোযোগ একটু এদিক সেদিক হলে বাঁচার কোন চান্স থাকে না। প্রথম ইনিংসে যে ভুলগুলো করেছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। মনোযোগই দিতে পারেননি। এবার কী টেস্ট জিততে সেই মনোযোগ মিলবে? রোশেন সিলভার ভাষ্য এমন, কোন মনোযোগে কাজ হবে না। বাংলাদেশ ম্যাচটি হারতেই চলেছে। এই উইকেটে যে ৩০০ রান করা সম্ভব নয়। সঙ্গে ক্রিকেট যে ‘ফানি গেম’, তাও স্মরণ করিয়ে রেখেছেন। সিলভা যেখানে জয়ের আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেখানে আবার ক্রিকেটে সবকিছুই সম্ভব; সেটিও জানিয়ে রেখেছেন। সেই সম্ভব কাজটি এখন বাংলাদেশ ব্যাটসম্যানরা করে দেখাতে পারলেই হয়। বিশাল টার্গেটের সামনে পড়ে গেছে বাংলাদেশ। সামনে টার্গেট আরও যত বড়ই হোক, বাংলাদেশ ব্যাটসম্যানরা এখন তা অতিক্রম করতে পারলেই হয়। তাতে জয় মিলবে। না হলে হারতে হবে। জয় না পরাজয় মিলবে?
×