ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া ॥ আটক দুই শ’

প্রকাশিত: ০৫:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

সারাদেশে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া ॥ আটক দুই শ’

জনকণ্ঠ ডেস্ক ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং অন্য পাঁচজনকে জরিমানাসহ ১০ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করার প্রতিবাদে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচী পালনকালে বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া, পাল্টাধাওয়ায় কিছু নেতাকর্মী যখম হয়। পুলিশ কোন কোন এলাকা থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। এদিকে, পুলিশের নাশকতা বিরোধী অভিযান অব্যাহত থাকায় গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনের অভিযানে কয়েক জেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ অন্তত ২শ’ জনকে আটক বা গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে রংপুরে ৭০, ঝিনাইদহে ৫৩, কিশোরগঞ্জে ১৫, সাতক্ষীরায় ১৬, পঞ্চগড়ে ১৫, দিনাজপুরে ১০ ও মাগুরায় ১৪ জন রয়েছে। এ ছাড়া খুলনায় মহানগর বিএনপি সভাপতিসহ ২৮ জনের নামে নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিয়ে পন্ড করে দিয়েছে। হবিগঞ্জেও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫টি মামলা করেছে পুলিশ। রাজশাহীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ দুজনকে আটক করে পুলিশ। কোন কোন স্থানে বাধা দিয়ে মিছিলও পন্ড করে দেয় পুলিশ। আর রূপগঞ্জে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। ফরিদপুরে দুই নেতার বাসায় অভিযান চালানো হয়েছে। অনুরূপ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানী সংলগ্ন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানেও। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। রংপুর ॥ নাশকতা প্রতিরোধে সারাদেশের মতো রংপুরেও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের ওই অভিযানে বিএনপি-জামায়াত জোটের ১৭ নেতাকর্মীসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহ ॥ নাশকতার দায়ে ঝিনাইদহে ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। সে সময় উদ্ধার করা হয় ৬ টি ককটেল। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় গাড়ি পোড়ানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ ১৬ বিএনপি-জামায়াত নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতোমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেফতার করেছে। খুলনা ॥ পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে আসামি করে খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার খুলনা থানার এসআই সুজিত মিস্ত্রি বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। হবিগঞ্জ ॥ হবিগঞ্জে সৃষ্ট হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করেছে পুলিশ। জেলার ৪ উপজেলার সংশ্লিষ্ট থানায় এ পর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে। এতে আসামি করা হয়েছে অন্তত ৭৭৩ জনকে। তন্মধ্যে সুনির্দিষ্টভাবে ১৮৪ জনের নাম উল্লেখ রয়েছে। পঞ্চগড় ॥ নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। কিশোরগঞ্জ ॥ এখানে বিএনপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহিদী মসজিদের সামনে থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করলে পুলিশ এতে বাধা দেয়। পুলিশ মিছিল থেকে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, সহসভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়াসহ অন্তত ১৫ জনকে আটক করে। মাগুরা ॥ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। দিনাজপুর ॥ দিনাজপুরে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে দিনাজপুর সদরে ৩ ও উপজেলা বিরলে ৭ সহ ১০ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বাগেরহাট ॥ জেলার মোরেলগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে মংলা উপজেলা শিবিরের সহসভাপতি রবিউল ইসলাম, মোরেলগঞ্জ সোনাখালী আজিজিয়া আলিম মাদ্রাসার ছাত্র, শিবিরকর্মী সাইফুল ইসলাম(২২) ও আবু বকর সিদ্দিক(২৩)। শুক্রবার সকালে মঙ্গলেরহাট থেকে স্থানীয়রা এই ৩ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চাঁদপুর ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দেয়ার কারণে পন্ড হয়ে গেছে। শুক্রবার বাদ জুমা শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে চিশতিয়া জামে মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার জন্য একত্রিত হয়। মুন্সীগঞ্জ ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্তবার জুমার নামাজের পর পরই সদরের মুক্তারপুর এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলা বিএনপির ব্যানারে শতাধিক নেতাকর্মী অংশ নেয়। ঠাকুরগাঁও ॥ পুলিশ আর ডিবি পুলিশের ব্যারিকেডের মাঝে শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপির মুষ্টিমেয় নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অত্যন্ত ছোট্ট পরিসরে ক্ষণিক সময় তাদের প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। নাটোর ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অন্যদের কারাদন্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে শহরের তেবাড়িয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে তারা।
×