ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগুন খেলা

প্রকাশিত: ০৯:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

আগুন খেলা

পথের মত হারিয়ে গেলি দূর অজানায়... এ মন আজো পাঁচিল ডিঙায় তোর সীমানায়। ভেবেচলি সেই অবধি উঁকি মেরে তাকাস যদি; প্রবল চুম্বন এঁকেই দিব এক নিমিষে, উড়ো চিঠি দিস পাঠিয়ে মেঘ-বাতাসে। ঠিকানা নয় না-ই বা দিলি হয়তো একদিন আকাশ হয়ে, খুঁজবো তোকে আপন মনে ভাবনা যত উড়িয়ে দেব উর্ধপানে। কেনরে তুই খুলে নিলি সোনার পালক? উড়তে চেয়েও ঘুরতে থাকি; সূর্যের কাছে খুঁজি আনন্দলোক। যার স্বপ্ন তার নিজের চোখেই মানায় ভালো, চন্দ্রভুক এ হৃদয় রেখে খুঁজবো না আর চাঁদের আলো। সত্যিই কি তুই হারিয়ে গেলি! হেরেছিস, না হার মানালি? আমার কি খুব অভাব ছিল সাদা-সিধে ভালবাসায়! রং মাখলে তুই-ই মেখেছিস- খেয়ালে বা বে- খেয়ালে। আগুন খেলায় মত্ত থেকেও সূর্য থেকে রইনি দূরে, পুড়লে তবু হইনিরে ছাই যাইনি আজো হাওয়ায় উড়ে ॥
×