ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

জমি নিয়ে বিরোধে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি চিলারং গ্রামে বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধে মারপিটের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন- চিলারং ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, তার স্ত্রী শেফালি বেগম ও বড় ভাই সাইফুল ইসলাম। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বলেন, আহত তিনজনের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য আশরাফুল অভিযোগ করে বলেন, ‘১৫ দিন আগে আমার চাচা পজিরুল ইসলামের কাছ থেকে আমি ১৬ শতক জমি ক্রয় করি। বিড়ির আগুনে পানের বরজ পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় বিড়ির আগুনে পুড়ে তিন বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল চারটার মধ্যে উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের চাত্রা বিলের মাঠে এই ঘটনা ঘটে। এতে তিন চাষীর যৌথ বরজের প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামের পানচাষী আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো বরজে কাজ করছিলাম। দুপুরে আমার গ্রামের মিস্টার আসে বরজে পড় (পানের লতা, যা লাগাতে হয়) নিতে আসে। আমি এবং মিস্টার উভয়ে বসে এক সঙ্গে বিড়ি (ধূমপান) খাই। এরপর দুপুর আড়াইটার দিকে বাড়ি চলে যাই। ঠিকাদারদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ ফেব্রুয়ারি ॥ ‘ঠিকাদারি লাইসেন্সের বৈষম্য দূরীকরণের’ দাবিতে জেলার রানীশংকৈল উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচী পালন করেছে। উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘আমরা জেলা উপজেলা পর্যায়ের ঠিকাদাররা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। অথচ নতুন কিছু ঠিকাদারি শর্ত জুড়ে দেয়ার ফলে এসব প্রতিষ্ঠান বিলুপ্ত বা দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চবি’র এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ চবি সংবাদদাতা ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি দর্শন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হস্তান্তর করা হয়। গলাকাটা লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের খুরুশকুল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক জেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। হতভাগা ওই জেলে আবুল বশর (৪০) সাতকানিয়া পদুয়ার কুলু মিয়ার পুত্র ও খুরুশকুলের শফি মাঝির ট্রলারে কাজ করতেন বলে জানা গেছে। কম্পিউটার প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষিত বেকার যুবকদের কম্পিউটারের ব্যবহার ও আউটসোর্সিং এ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী নাছরিন আক্তার, সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ^াসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম।
×