ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত: ০৮:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এক বার্তায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অত্যন্ত সজ্জন, নিরহংকার ও আদর্শবান মানুষ। তিনি দেশের একজন নন্দিত, প্রবীণ ও ত্যাগী রাজনীতিবিদ। সর্বজন গ্রহণযোগ্য শ্রদ্ধাবান ও পরীক্ষিত এই ব্যক্তিত্বকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে মনোনয়নদান ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার ঐ পদে নির্বাচিত হওয়ায় আমি আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাষ্ট্রপতি মোঃ আবদুল হাািমদ তাঁর দ্বিতীয় মেয়াদেও অত্যন্ত সফলতা, দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্রের প্রধান অভিভাবকের দায়িত্ব পালন করে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ তথা জাতির জনকের স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হবেন।’
×