ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফসল কাটতে বাধা

প্রকাশিত: ০৮:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৮

ফসল কাটতে বাধা

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুরে বেলতৈল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রভাবশালী এশারত বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। নিজ জমি থেকে ফসল কাটতে পারছে না মুক্তিযোদ্ধা পরিবার। জানা গেছে, বেলতৈল ইউপির শিবরামপুর গ্রামের মৃত কোরপ আলী মোল্লার পুত্রগণ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বকুল, কলেজ শিক্ষক আঃ কাইয়ুম মুকুলসহ কয়েক বোন তাদের নিজস্ব জমি থেকে ফসল কাটতে গেলে এশারত বাহিনী দেশীয় অস্ত্রের মুখে বাধা প্রদান ও মারপিট করে। প্রতিবন্ধীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ ফেব্রুয়ারি ॥ ভাঙ্গায় ২২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার রাতে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন ওই তরুণীর মা। উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে গত বুধবার রাত ৭টার দিকে।জানা যায়, বুধবার সন্ধ্যায় প্রতিবন্ধী ওই তরুণীকে জোর করে টেনে কলাবাগানসংলগ্ন গম ক্ষেতে নিয়ে যায় চার সন্তানের জনক কাউলীবেড়া ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী আয়নাল শেখ (৪২)। বিষয়টি দূর থেকে মাঠে কর্মরত ২/৩ জন নারী দেখে ফেলে। তারা সঙ্গে সঙ্গেই আশে পাশে বাড়ির লোকজনকে জানায়। সকলে এসে অপকর্মে লিপ্ত থাকা অবস্থায় আয়নাল শেখকে ধরে ফেলে।
×