ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে বাসচাপায় নিহত তিন ॥ আহত ৫

প্রকাশিত: ০৮:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০১৮

গোপালগঞ্জে বাসচাপায় নিহত তিন ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ বাসচাপায় আবুল কালাম মোল্লা (৪৫), হামিম (৩৫) ও আল-আমিন (৩৫) নিহত ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসছিল। পথে দত্তডাঙ্গা এলাকায় বাসটি দু’জন পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালানোর সময় কাঠি এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা মারে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৬ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত আল-আমিন, রুবিনা বেগম ও মাজহারুলকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে এবং অন্য দু’জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এদিকে, কাঠি এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে বাসটি ফেলে রেখে ড্রাইভার পালালে স্থানীয় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভায়। গাজীপুরে ফুয়াং ফুডের ম্যানেজার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ফুয়াং ফুডের ম্যানেজার বৃহস্পতিবার নিহত হয়েছে। নিহতের নাম খায়রুল ইসলাম (৪০)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা এলাকার মৃত মঞ্জুর রহমানের ছেলে। খায়রুল গাজীপুর সদর এলাকার ফুয়াং বেভারেজ ফুড প্রোডাক্টস ফ্যাক্টরীর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খায়রুল গাজীপুরের কারখানা হতে মোটরসাইকেল যোগে নেত্রকোনায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুরস্থ মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় পৌছলে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে সজোরে চাপা দেয়। এদিকে বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় অপর এক ট্রাকের চালক নিহত হয়েছে। নিহতের নাম এনায়েত হোসেন (৩৫)। সে ঝালকাঠি জেলার নলছিটি থানার দুর্গাটি এলাকার আলী আকবরের ছেলে।
×