ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিরল প্রজাতির পেঁচা

প্রকাশিত: ০৮:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

বিরল প্রজাতির পেঁচা

মধ্য লন্ডনে প্রতি বছর পাখি প্রদর্শন উৎসব পালন করা হয়। এখানে নানা জাতের পাখি নিয়ে অনেকে হাজির হন। এ উৎসব দেখতে বহু পর্যটক ওই এলাকায় যান। বৃহস্পতিবার জেডএসএল চিড়িয়াখানা চত্বরে একজন নারী চিড়িয়াখানা কর্মী একটি বিরল প্রজাতির পেঁচা নিয়ে এভাবে ছবির জন্য পোজ দেন। -এএফপি উবার বিরোধী বিক্ষোভ বিশ্বব্যাপী ট্যাক্সি সার্ভিস উবারের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। এতে অন্যান্য ট্যাক্সি চালকদের আয় কমে এসেছে। সম্প্রতি ট্রান্সপোর্ট ফর লন্ডন এবং উবার ট্যাক্সি সার্ভিসের বিরুদ্ধে আন্দোলনের সময় লন্ডন ব্রিজে ট্যাক্সির ওপর দাঁড়িয়ে এভাবে পতাকা নাড়েন একজন চালক। -বিবিসি
×