ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় সমাবর্তনের জন্য প্রস্তুত বিএসএমএমইউ

প্রকাশিত: ০৮:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

তৃতীয় সমাবর্তনের জন্য প্রস্তুত বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। দেশের প্রথম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএ্যান্ডআর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ টি এ চৌধুরী স্যার। এ বছর প্রায় ১২০০ উচ্চতর ডিগ্রী অর্জনকারী চিকিৎসক সমাবর্তনে অংশ নেবেন। এর আগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এ দিকে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপ-উপাচার্য (প্রশাসন) অফিসে সমন্বয় উপকমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান সুষ্ঠু ও সুন্দরভাবে ৩য় সমাবর্তন অনুষ্ঠানের লক্ষ্যে মূল্যবান পরামর্শ দেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।-বিজ্ঞপ্তি
×